top of page
শিক্ষা
ফি বৃদ্ধির প্রতিবাদে আন্দোলন, উত্তেজনা গৌড়বঙ্গ বিশ্ব বিদ্যালয়ে
ফি বৃদ্ধির প্রতিবাদে ছাত্র বিক্ষোভ করে কেন্দ্র করে উত্তেজনা গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে। সোমবার সকাল থেকে পড়ুয়ারা বিশ্ব বিদ্যালয়ের গেটের সামনে বিক্ষোভ প্রদর্শন চালাতে থাকে। ভেতরে ঢুকতে দেওয়া হয়নি পড়ুয়া, শিক্ষকদের। এদিকে বিক্ষোভকারীদের মারধর করে বিক্ষোভ তুলে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে। যদিও মারধরের অভিযোগ উড়িয়ে তৃণমূল ছাত্র পরিষদের তরফে দাব ইকরা হয়েছে, অনেক পড়ুয়া বিশ্ব বিদ্যালয়ে ঢুকতে না পারায় সমস্যা হচ্ছিল। সেই থেকে তাঁদের বিশ্ব বিদ্যালয়ে প্রবেশ করানোর ব্যবস্থা করা হয়েছে।
8 Sept 2025
2
পড়ুয়াদের হেনস্তার অভিযোগ অধ্যাপিকার বিরুদ্ধে
অপছন্দের ছাত্রছাত্রীদের নম্বর কমিয়ে দেওয়ার হুমকি, টিউশন না পড়লে ভবিষ্যৎ নষ্ট করে দেওয়ার হুঁশিয়ারি, নানা কারণে পড়ুয়াদের হেনস্তার অভিযোগে অভিযুক্ত অধ্যাপিকাকে ঘেরাও করে বিক্ষোভ পড়ুয়াদের। গত বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার গৌড় কলেজে। পড়ুয়াদের অভিযোগ যে একেবারে ভিত্তিহীন নয়, তা মেনে নিয়েছেন খোদ কলেজের অধ্যক্ষ।
8 Aug 2025
25
টুকলি ধরা পড়ায় খাতা কেড়েছিলেন পরীক্ষক, অধ্যক্ষকে হুমকি ছাত্র নেতার
কলেজের ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষায় টুকলি করতে গিয়ে ধরা পড়েছিলেন এক ছাত্র। পরীক্ষক ওই ছাত্রের খাতা কেড়ে দশ মিনিট বসিয়ে রেখেছিলেন। পরে খাতা ফেরত দিলে ওই পরীক্ষার্থী পরীক্ষা দিয়ে ফিরে যান। কেন পরীক্ষক টুকলি ধরে, খাতা ১০ মিনিট আটকে রেখেছিলেন, সেই কৈফিয়ত চাইতে দলবল নিয়ে কলেজে হাজির তৃণমূল ছাত্র পরিষদের ব্লক সভাপতি। ওই এলাকার বাসিন্দাদের অভিযোগ ওই ছাত্রনেতার বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকার পরও পুলিশ কোনও ব্যবস্থা নেয়না। কারণ, ওই ছাত্রনেতা নাকি মন্ত্রী ঘনিষ্ঠ। ছাত্রনেতার এই আচরণে আতঙ্কিত হরিশ্চন্দ্রপুর...
24 Jun 2025
17
মউ সাক্ষর করে ভেষজ বাগানের উদবোধন মালদা কলেজে
মালদা কলেজে আচার্য জগদীশচন্দ্র বসুর নামাঙ্কিত সেই ভেষজ বাগানের আনুষ্ঠানিক উদবোধন হল বুধবার। এদিন দুপুরে বোটানি বিভাগ ও হবিবপুরের একটি স্বেচ্ছাস েবী প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে এই বাগানের উদবোধন করা হয়। সাক্ষরিত হয় মউ চুক্তিও। পাশাপাশি এদিন প্রায় আট হাজার আয়াপান গাছের চারা রোপন করা হয়।
21 May 2025
5
হাই মাদ্রাসার মেধা তালিকায় মালদার ১২
হাই মাদ্রাসার মেধা তালিকায় স্থান পেয়েছে ১৫ জন পড়ুয়া। তারমধ্যে ১২ জনই মালদা জেলার পরীক্ষার্থী। শুধুমাত্র নবম স্থান ছাড়া বাকি সমস্ত স্থানেই রয়েছে মালদার পড়ুয়ারা। জেলার পরীক ্ষার্থীদের সেই সাফল্যে খুশির হাওয়া সর্বত্র। বিভিন্ন সংগঠনের তরফে কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হচ্ছে।
3 May 2025
11
মাধ্যমিকের মেধা তালিকায় মালদার সাত
চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার মেধা তালিকায় স্থান পেয়েছে মালদার সাত পড়ুয়া। ৬৯৪ নম্বর পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের অনুভব বিশ্বাস। অষ্টম স্থানে রয়েছেন মালদার চার পড়ুয়া৷ তারমধ্যে অরিত্র সাহা এবং সৃজন প্রামাণিকও রামকৃষ্ণ মিশনের ছাত্র৷ বাকি দু’জন আসিফ মেহবুব জয়েনপুর হাইস্কুল ও মহম্মদ ইনজামুল হক টার্গেট পয়েন্ট হাইস্কুলের ছাত্র৷ দশম স্থানে রয়েছেন মোজমপুর গার্লস স্কুলের আমিনা বানু ও সুজাপুর হাইস্কুলের উদয় সাদাব৷
2 May 2025
33
বিজ্ঞাপন
পপুলার
বিজ্ঞাপন
Viral
Popular
bottom of page






















