নতুন উপাচার্য দায়িত্ব নিতেই কমল ভর্তির ফি
- আমাদের মালদা ডিজিট্যাল
- 8 minutes ago
- 1 min read
বেশ কিছুদিন ধরে সেমিস্টার ভর্তির ফি কমানো নিয়ে আন্দোলন শুরু করেছিলেন গৌড়বঙ্গ বিশ্ব বিদ্যালয়ের পড়ুয়ারা। বিশ্ব বিদ্যালয়ের দায়িত্ব নিয়েই পড়ুয়াদের দাবি মেনে ফি কমানোর কথা ঘোষণা করেন উপাচার্য আশিস ভট্টাচার্য।
উল্লেখ্য, গত জুন মাসে স্নাতকোত্তর বিভাগের দ্বিতীয় সেমিস্টারের পড়ুয়াদের ভর্তির বিজ্ঞপ্তি জারি করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ বিজ্ঞপ্তিতে দ্বিতীয় সেমিস্টারে ভর্তির ফি একধাক্কায় অনেকটা বাড়িয়ে দেয় কর্তৃপক্ষ৷ পড়ুয়াদের অভিযোগ, ওই বিজ্ঞপ্তিতে কলা বিভাগ সহ অন্যান্য ল্যাবরেটরি বেস বিষয়গুলিতে ৪৮০০ টাকা এবং নন ল্যাবরেটরি বেস বিষয়গুলিতে ৬৮০০ টাকা ফি ধার্য করা হয়৷ অথচ তার আগে কলা বিভাগ সহ নন ল্যাবরেটরি বিষয়গুলিতে ২২৫০ এবং ল্যাবরেটরি বিষয়গুলিতে ৩৬৫০ টাকা ফি ধার্য ছিল৷ কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি জারি করার পরেই ফি কমানোর দাবিতে আন্দোলন শুরু করেন পড়ুয়াদের একাংশ৷

মঙ্গলবার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব গ্রহণ করেই উপাচার্য আশিস ভট্টাচার্য দ্রুত এই সমস্যার সমাধান করার করার কথা জানিয়েছিলেন৷ গত বুধবার সন্ধেয় বিষয়টি নিয়ে বৈঠক করা হয়। বিশ্ববিদ্যালয়ের এক আধিকারিক জানান, রাতেই ভর্তির নয়া বিজ্ঞপ্তি জারি করা হয়েছে৷ নন ল্যাব বেস সাবজেক্টের ভর্তি ফি ৪৮০০ টাকার বদলে ৩৬০০ টাকা ধার্য করা হয়েছে৷ আর ল্যাব বেস বিষয়গুলিতে ফি ৬৮০০ টাকা থেকে কমিয়ে ৫৬০০ টাকা করা হয়েছে৷
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন









