বন্দে ভারত স্লিপার উদবোধনে আগামীকাল মালদায় মোদি
- আমাদের মালদা ডিজিট্যাল

- 3 minutes ago
- 1 min read
শনিবার মালদায় আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রথমে মালদা টাউন স্টেশনে দেশের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস স্লিপার ট্রেনের উদবোধন করবেন তিনি। তারপর তিনি পুরাতন মালদার সাহাপুর এলাকায় পরিবর্তন সংকল্প সভা করবেন তিনি। পাশেই করা হয়েছে আরেকটি আলাদা মঞ্চ। সেই মঞ্চ থেকে রেলের একাধিক প্রকল্পের উদবোধন করারও কথা রয়েছে তাঁর। ইতিমধ্যে মালদা টাউন স্টেশনে এসে পৌঁছেছে বন্দে ভারত এক্সপ্রেসের রেক। আজ সন্ধেয় মালদা টাউন স্টেশনে আসছেন রেলমন্ত্রী অশ্বীনী বৈষ্ণব।

এদিকে, প্রধানমন্ত্রীর মালদা সফর ঘিরে মালদা শহর জুড়ে অ্যালার্ট জারি করা হয়েছে। প্রধানমন্ত্রীর নিরাপত্তায় শুক্রবার থেকেই মালদা টাউন স্টেশনের এক ও দুই নম্বর প্ল্যাটফর্ম সহ লক্ষ্মণ সেন স্টেডিয়ামের দখল নিয়েছে স্পেশাল প্রোটেকশন গ্রুপ (এসপিজি)। শনিবার শহরের একাধিক রাস্তায় সকাল ৬টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত অটো, টোটো, ভুটভুটি সহ অন্যান্য যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মালদা টাউন স্টেশনের ১ ও ২ নম্বর প্ল্যাটফর্ম থেকে অন্যান্য ট্রেন সরিয়ে অন্যান্য প্ল্যাটফর্মে নিয়ে যাওয়া হয়েছে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন













Comments