ঘরে ফিরলেন মৌসম, গুরুত্ব দিতে নারাজ ঘাসফুল শিবির
- আমাদের মালদা ডিজিট্যাল

- 12 minutes ago
- 1 min read
তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফিরেছেন মৌসম। যোগদানের পর শনিবার পা রাখলেন মালদা শহরে। মালদা টাউন স্টেশনে তাঁকে স্বাগত জানান কয়েক হাজার মানুষ। স্টেশন থেকে কোতওয়ালি ভবনে গেলেন প্রাক্তন সাংসদ।
শনিবার দুপুরে মালদা টাউন স্টেশনে পৌঁছয় শিয়ালদা-শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস৷ ট্রেন থেকে নেমে এলেন মৌসম৷ স্টেশন থেকে বেরিয়ে আসতেই পুষ্পবৃষ্টি, সঙ্গে স্বাগতমের সুর। স্টেশন থেকে হুড খোলা জিপে দাদা ইশা খান চৌধুরীর সঙ্গে কোতওয়ালি ভবনে ফিরলেন মৌসম৷ গাড়ি থেকে নেমেই বরকত গনি খান চৌধুরীর কবরে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন তিনি।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মৌসম জানান, এত মানুষের ভালোবাসা, অভ্যর্থনা পাব, সেটা আমি নিজেও ভাবতে পারিনি৷ খুব ভালো লাগছে৷ এতে আমার দায়িত্বও বাড়ল৷ তৃণমূলে যাওয়া, একটা অভিজ্ঞতা বলে আমি মনে করি৷ আজ বুঝতে পারছি, আমি কংগ্রেস ছাড়ায় মানুষ কতটা দুঃখ পেয়েছিল৷ কিন্তু আমার মনে হয়েছিল, বিজেপিকে আটকাতে আমার সেই সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন ছিল৷ তাই আমি ওই সিদ্ধান্ত নিয়েছিলাম৷ আমি কোনও শর্ত আরোপ করে কংগ্রেসে ফিরে আসিনি৷ তাই ভোটে দাঁড়াব কি দাঁড়াব না, তা নিয়ে আমার মাথাব্যথা নেই৷ কংগ্রেসকে মজবুত করাই আমার লক্ষ্য৷

তৃণমূলের জেলা সভাপতি আবদুর রহিম বকসি জানান, তিনি কোন দলে থাকবেন তা তিনি নিজেই ঠিক করেছেন। এটা তাঁর গণতান্ত্রিক অধিকার৷ কংগ্রেস পশ্চিমবঙ্গে একটি আসনেও যখন জিততে পারছে না তখন উনি কীভাবে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসতে পারবেন? এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে, তাঁর উন্নয়নকে সামনে রেখে ভোট হয়৷ ছাব্বিশের নির্বাচনে মালদার মানুষ প্রমাণ করে দেবে, তারা মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সঙ্গে রয়েছে৷
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন













Comments