top of page

পরিযায়ী শ্রমিকদের মঞ্চে নিয়ে মালদায় অভিষেক

পরিযায়ী শ্রমিকদের ভিনরাজ্যে হেনস্তা হওয়ার অভিযোগকে সামনে রেখেই ভোট ময়দানে নেমেছে তৃণমূল। বৃহস্পতিবার পুরাতন মালদার জলঙ্গা মাঠে সেই ইশ্যুকেই সামনে রেখে প্রচারে নামলেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ সাম্প্রতিক সময়ে ভিনরাজ্যে হেনস্তার শিকার হওয়া শ্রমিকদের মঞ্চে ডেকে তাঁদের কথাও শোনেন তিনি। পরে ওই শ্রমিকদের সঙ্গে দুপুরের খাবারও খান অভিষেক।


মঞ্চ থেকে অভিষেক বলেন, ভিনরাজ্যে কাজ করতে যাওয়া পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার ও শোষণের একাধিক ঘটনা আমরা দেখেছি ও শুনেছি৷ তৃণমূল সরকার পোর্টাল খুলে, আলাদা হেল্প লাইন চালু করে সমস্ত আইনি সহায়তার ব্যবস্থা করেছে৷ মঞ্চ থেকে এই মানুষগুলো নিজেদের অভিজ্ঞতার কথা সবাইকে বলেছেন৷ তাঁদের কেউ ওডিশা, কেউ মধ্যপ্রদেশে কাজ করতে গিয়ে এমন অত্যাচার সহ্য করেছেন৷ শুধু বাংলায় কথা বলা বা বাংলার নথি থাকার জন্য গত ৬ মাসে ১২০০ পরিযায়ী শ্রমিককে বাংলাদেশি বলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে৷ কলকাতায় গীতা পাঠের আসরে শুধুমাত্র চিকেন প্যাটিস বিক্রি করার জন্য বিজেপির লোকজন এক যুবককে বেধড়ক মারধর করেছে৷ ৭০টি আসন পেয়ে বিজেপি যদি এই কাজ করে তবে যদি এরা বাংলার ক্ষমতায় আসে তবে কী করবে? তাই এদের ঝেঁটিয়ে সাফ করে গঙ্গায় ফেলতে হবে৷



অভিষেক আরও বলেন, মানুষকে এখন লাইনে দাঁড়িয়ে নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে। আগে করেছিল নোটবন্দি, এখন করছে ভোটবন্দি৷ আমরা প্রতিটি মানুষের পাশে রয়েছি৷ বিজেপিকে যদি কেউ শিক্ষা দিতে পারে সেটা শুধু তৃণমূল৷ দক্ষিণ মালদা কেন্দ্রের


সাংসদ কংগ্রেসের৷ তিনি কটা মানুষের পাশে দাঁড়িয়েছেন? তেলেঙ্গানা বা কর্ণাটকের কোনও মন্ত্রীকে ফোন করে বলতে পারেন না, ওই রাজ্যগুলিতে এই রাজ্যের মানুষের উপর অত্যাচার হচ্ছে? গরিব মানুষের বাড়ির টাকা, জলের টাকা, ১০০ দিনের কাজের টাকা বন্ধ৷ কংগ্রেসের কোনও নেতা বা প্রতিনিধি চিঠি লিখেছে? যারা বিজেপির সঙ্গে ডিল করে বিভাজনের রাজনীতি করছে, তাদের কঠোর শিক্ষা দিতে হবে৷ এই লড়াই বাংলার মাটি থেকে বিজেপিকে শেষ করার লড়াই৷


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page