top of page

ফিরহাদ হাকিমকে ওয়াকফ সম্পত্তি চোর বলে কটাক্ষ নওসাদের

পশ্চিমবঙ্গে সবথেকে বড়ো ওয়াকফ সম্পত্তি চোর হল ফিরহাদ হাকিম। ক্যামাক স্ট্রিটে অভিষেক ব্যানার্জি যে অফিসে বসেন সেটা ওয়াকফ সম্পত্তির ওপর তৈরি। সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় মোদির আইন মেনে নিয়েছেন। মালদায় সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় কর্মীসভার মঞ্চ থেকে মন্তব্য ভাঙরের আইএসএফের বিধায়ক নওসাদ সিদ্দিকির।


মঙ্গলবার বিকেলে মালদার চাঁচলে দলীয় কর্মীদের নিয়ে অধিকার সমাবেশ করেন নওসাদ। সভামঞ্চ থেকে তিনি বলেন, “পশ্চিবমবঙ্গে সব থেকে বড়ো ওয়াকফ সম্পত্তি চোর ফিরহাদ হাকিম। উনি আবার এক সম্প্রদায়ের মানুষের মাসিহা সাজেন। অথচ এই ব্যাটা সব থেকে বড়ো ওয়াকফ সম্পত্তি চোর। আপনারা খোঁজ নিয়ে দেখুন। অভিষেকবাবু ক্যামাকস্ট্রিটে যে অফিসে বসেন সেটা ওয়াকফ সম্পত্তির ওপরে তৈরি। এমনিতেই আমার বিরুদ্ধে ২০টি মামলা করা হয়েছে। আমি মিথ্যে বললে ওরা আমাকে ছাড়বে না।”


ree

মালদা জেলা পরিষদের সহকারী সভাধিপতি এটিএম রফিকুল হোসেন বলেন, “নওসাদ সিদ্দিকি চাঁচলে রাজ্য সরকারের প্রকল্পের যে ব্যাখ্যা দিয়েছেন আমি তা মানতে পারছি না। ওয়াকফ নিয়েও উনি যে সমস্ত অভিযোগ তুলেছেন তা পুরোপুরি ভিত্তিহীন। মানুষ এই সমস্ত ষড়যন্ত্রে পা দেবে না।”


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page