top of page

ফের কংগ্রেস যোগদান মৌসমের

ফের কংগ্রেসে যোগদান করলেন রাজ্যসভার তৃণমূলি সাংসদ মৌসম নূর। শনিবার বিকেলে দিল্লিতে দলীয় নেতৃত্বের হাত ধরে ফের কংগ্রেসে যোগদান করেন তিনি।


মা রুবি নূরের মৃত্যুর পর রাজনৈতিক ময়দানে নামেন মৌসম। ২০০৯ সালে নির্বাচনে মায়ের আসন থেকে লড়াই করে বিধায়ক নির্বাচিত হন তিনি। পরবর্তীতে উত্তর মালদা লোকসভা কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন তিনি। রাজ্যে তৃণমূল শক্তিশালী হতে থাকায় ২০১৮ সালে কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের দলীয় পতাকা হাতে তুলে নিয়েছিলেন মৌসম। সেই সময় তিনি দাবি করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের কাজ করছেন তা থেকে অনুপ্রাণিত হয়েই তিনি তৃণমূলে যোগদানের সিদ্ধান্ত নিয়েছিলেন।


ree

পরবর্তীকে তাঁকে জেলা সভাপতির দায়িত্ব দেয় তৃণমূল। ২০১৯ সালে শাসকদলের প্রতীকে ওই আসনেই লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। সেই নির্বাচনে বিজেপির প্রতীকে খগেন মুর্মু জয়লাভ করেন। লোকসভা নির্বাচনে হারের পর তৃণমূলের তরফে মৌসমকে রাজ্য সভার সাংসদ মনোনীত করা হয়। গত লোকসভা নির্বাচনে মৌসমের বদলে উত্তর মালদা লোকসভা কেন্দ্রে প্রাক্তন আইপিএস অফিসার প্রসূন বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করে তৃণমূল।


মৌসমের কংগ্রেসে ফেরৎ আসা অনেক আগেই থেকেই অনুমান করেছিলেন রাজনৈতিক মহলের একাংশ। তাঁদের মতে, তৃণমূলে ক্রমাগত গুরুত্ব হারাচ্ছিলেন মৌসম।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page