ক্রিকেট খেলা নিয়ে গণ্ডগোল, গুলিবিদ্ধ ব্যবসায়ী
- আমাদের মালদা ডিজিট্যাল

- 4 hours ago
- 1 min read
ক্রিকেট খেলা নিয়ে গন্ডগোলের জেরে এক ব্যক্তিকে গুলি মারার অভিযোগ। বন্দুকের বাট দিয়ে মেরে নাক ফাটিয়ে দেওয়া হয়েছে আরও একজনের। মারধর করা হয়েছে আরও কয়েকজনকে। আক্রান্তদের তিনজন মালদা মেডিকেলে চিকিৎসাধীন। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার অন্তর্গত কাশিমনগর নিচুপাড়া এলাকায়।

গুলিবিদ্ধ ব্যক্তির নাম জামালুদ্দিন শেখ ওরফে লুকু (৩৮)। বাড়ি কালিয়াচকের নয়াগ্রাম এলাকায়। গুরুতর আক্রান্ত হয়েছেন জামালুদ্দিনের ভাইপো সাদ্দাম হোসেন। গুলিবিদ্ধের দাদা সাজিরুদ্দিন হকের অভিযোগ, কয়েকদিন আগে কাশিমনগরের ছেলেরা নয়াগ্রামে ক্রিকেট খেলতে এসেছিল। সেই খেলা নিয়ে দুই দলের মধ্যে গন্ডগোল হয়েছিল। সেই বিবাদের জেরে গতকাল কাশিমনগরের দু'জন ছেলে গ্রামে এসে কয়েকজনকে হুমকি দেয়। তাদের আটকে রেখে খবর দেওয়া হয়েছিল পরিবারের লোকেদের। পরে পরিবারের লোকজন মীমাংসা করে ওদের নিয়ে যায়। মঙ্গলবার সকালে বাড়িতে জল দেওয়ার নামে মুস্তাফিজুর নামে এক তরুণকে কাশিমনগর এলাকায় ডেকে পাঠানো হয়। এরপরেই দলবল মিলে মুস্তাফিজুরকে বাড়িতে ঢুকিয়ে মারধর করতে থাকে কয়েকজন। বাকিদের ডাকতে মুস্তাফিজুরকে দিয়ে ফোনও করানো হয়। সেই খবর পেয়ে মুস্তাফিজুরের পরিবারের লোকজন তাঁকে বাঁচাতে যান। সেই সময় জামালুদ্দিনের পিঠে গুলি লাগে। বন্দুকের বাট দিয়ে সাদ্দাম হোসেনের নাক ফাটিয়ে দেওয়া হয়। আরও কিছুক্ষণ পর আরও কিছু লোকজন গিয়ে আক্রান্তদের উদ্ধার করে মালদা মেডিকেলে ভরতি করে। বর্তমানে সকলেই মালদা মেডিকেলে চিকিৎসাধীন।
অভিজিৎ ব্যানার্জি জানান, "ঘটনার খবর পেয়েছি। ইতিমধ্যে অভিযোগের তদন্ত শুরু করা হয়েছে। ঘটনার তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।"
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন













Comments