ফের ব্রাউন সুগার সহ গ্রেপ্তার বিহারের কারবারী
- আমাদের মালদা ডিজিট্যাল

- 11 minutes ago
- 1 min read
ফের ব্রাউন সুগার উদ্ধার মালদা শহরে। এবারে পাচারের আগেই ১০০ গ্রাম ব্রাউন সুগার সহ বিহারের এক কারবারীকে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ। সোমবার ধৃতকে সাতদিনের পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
ঝৃত কারবারীর নাম সচিন কুমার (১৯)। বাড়ি বিহারের পূর্ণিয়া জেলার মাখনাহা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত রবিবার সন্ধেয় ইংরেজবাজার থানার পুলিশ রথবাড়ি এলাকায় হানা দিয়ে ১০০ গ্রাম ব্রাউন সুগার সহ সচিন কুমারকে গ্রেপ্তার করে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ধৃত কারবারী উদ্ধার হওয়া ব্রাউন সুগার কালিয়াচক থেকে বিহারে নিয়ে যাচ্ছিল।

দু’দিন আগেই সাংবাদিক সম্মেলন করে পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি জানিয়েছিলেন, মাদক কারবার রুখতে মালদা জেলা পুলিশ কোনও রেহাই নয়, নীতিকে সামনে রেখে কাজ করে যাচ্ছে। গত এক মাসে মালদা জেলায় প্রায় ২৫ কেজি ব্রাউন সুগার সহ ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সাধারণ মানুষ যাতে নিজেদের পরিচয় গোপন রেখে পুলিশকে খবর দিতে পারেন সেকথা মাথায় রেখে চালু করা হয়েছে কিউআর কোড। ইতিমধ্যে একাধিক গ্রামের মানুষ একত্রিত হয়ে নিজেদের এলাকা থেকে মাদক কারবার বন্ধ করতে উদ্যোগ নিয়েছেন।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন













Comments