জুনিয়র মিস ইন্ডিয়া চ্যাম্পিয়ন মালদার প্রিন্সিপ্রিয়া
- আমাদের মালদা ডিজিট্যাল

- 2 minutes ago
- 1 min read
জুনিয়র মিস ইন্ডিয়ার খেতাব পেল মালদার মেয়ে প্রিন্সিপ্রিয়া ভৌমিক। একাদশ শ্রেণির এই পড়ুয়া মালদায় পা রাখতেই খুশির হাওয়া মালদা শহর জুড়ে। ইতিমধ্যেই প্রচুর মানুষ তার সঙ্গে দেখা করে সংবার্ধনা জানিয়েছেন। প্রিন্সিপ্রিয়ার নজর এখন মিস ইন্ডিয়া, মিস ইউনিভার্সের খেতাবের দিকে।
ইংরেজবাজার পুরসভার অন্তর্গত ৩ নম্বর গভর্নমেন্ট কলোনির বাসিন্দা প্রিন্সিপ্রিয়া ভৌমিক৷ বাবা সুরজিৎ ভৌমিক ব্যবসা করেন৷ মা পূর্ণিমা ভৌমিক চক্রবর্তী বিভিন্ন ইভেন্টের সঙ্গে জড়িত রয়েছেন।

প্রিন্সিপ্রিয়া জানান, এটি জাতীয় স্তরের প্রতিযোগিতা৷ ২৬টি রাজ্য থেকে ১৭৫ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল৷ প্রতিযোগিতার প্রথম দিনে প্র্যাকটিশ সেশন, দ্বিতীয় দিনে কালচারাল রাউন্ড ছিল৷ কালচারাল রাউন্ডে নবান্ন উৎসবকে বিষয় বস্তু করে আমি দ্বিতীয় স্থান পেয়েছিলাম। তৃতীয় দিনে ফাইনাল রাউন্ডে আমি জুনিয়র মিস ইন্ডিয়ার খেতাব জয় করি৷ স্বপ্ন জয়ের একটা পদক্ষেপ এগিয়েছি। এখন লক্ষ্য মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় মালদা তথা পশ্চিমবঙ্গের প্রতিনিধিত্ব করা৷ তারপর মিস ইন্ডিয়া হিসাবে মিস ইউনিভার্সে প্রতিনিধিত্ব করা৷ ইতিমধ্যে সেই প্রস্তুতি শুরু করেছি৷
প্রিন্সিপ্রিয়ার মা পূর্ণিমা ভৌমিক জানান, মেয়ের সাফল্যে আমরা খুবই গর্বিত। ছোটো থেকেই ও মডেলিং পছন্দ করত। আমি নিজে অনেককে মডেলিং শিখিয়েছি। আমাদের একটা স্কুল রয়েছে সেখানে আমার মেয়েই গ্রুমিং, মডেলিং-এর ক্লাস করায়৷ এখানে বাচ্চাদের পাশাপাশি কলেজ পড়ুয়া, বিবাহিতা মহিলারাও আসেন৷ অনেকের ধারণা, ছোট জামাকাপড় পরে হাঁটা মানেই মডেলিং৷ কিন্তু মডেলিং আসলে নিজের আত্মবিশ্বাসকে বাড়ানো৷ আগামীতে মেয়ে মিস ইন্ডিয়া, মিস ইউনিভার্স হতে ইচ্ছুক। আমরা ওর সাথে রয়েছি।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন













Comments