গুলিবিদ্ধ বাবলা সরকার, সিসি ক্যামেরার ফুটেজে হাড়হিম করা দৃশ্য
- আমাদের মালদা ডিজিট্যাল
- Jan 2
- 1 min read
সাতসকালে গুলিবিদ্ধ জেলা তৃণমূলের সহ সভাপতি দুলাল সরকার ওরফে বাবলা। ঝলঝলিয়া মাতাল মোড়ে দুটি মোটরবাইকে চার দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। মাথা সহ চারটি গুলি লাগে তাঁর শরীরের বিভিন্ন অংশে। অপারেশন থিয়েটার থেকে তাঁকে আসিউতে রাখা হয়েছে। জেলাস্তরে কোনও খবর না এলেও মুখ্যমন্ত্রী দুলাল সরকারকে খুন করা হয়েছে বলে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, আজ সকাল দশটা নাগাদ নিজের অফিস থেকে প্লাইউডের কারখানার দিকে যাচ্ছিলেন দুলালবাবু। সেই সময় দুটি মোটর বাইকে চারজন দুষ্কৃতী মুখ ঢাকা অবস্থায় গাড়ির পিছু নেই। গাড়ি থেকে নামতেই দুলালবাবুকে লক্ষ্য করে গুলি চালানো হয়। একট দোকানের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে, তাঁকে ধাওয়া করে দুই ব্যক্তি একাধিক গুলি চালাচ্ছে। এক ব্যক্তি দোকানের বাইরে সকলকে ভয় দেখাচ্ছে। দোকানে ঢোকা দুই ব্যক্তির কাছে একাধিক আগ্নেয়াস্ত্র ছিল।

এদিকে খবর পেয়ে মালদা মেডিকেলে ছুটে আসেন জেলাশাসক, পুলিশ সুপার সহ দলীয় ও বিরোধী কাউন্সিলররা। মেডিকেল থেকে বেড়িয়ে ঘটনাস্থলের দিকে ছুটে গিয়েছেন পুলিশ সুপার।
চাঁচলের বিধায়ক নীহাররঞ্জন ঘোষ জানান, চাঁচল থেকে ফিরছিলাম। রাস্তাতেই খবর পাই বাবলা সরকারকে গুলি করা হয়েছে। দুটি মোটরবাইকে চারজন দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে পেছন থেকে গুলি চালায়। তার ঘাড়ে তিন-চারটে গুলি লেগেছে। ডাক্তারবাবুরা গুলি বের করার চেষ্টা করছেন। এমন ঘটনায় আমাদের মত জনপ্রতিনিধিদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে।
News Update: 2:33 pm মেডিকেলের তরফে তৃণমূল নেতা দুলাল সরকার ওরফে বাবলা সরকারকে মৃত ঘোষণা করা হয়েছে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments