top of page

অপমান সহ্য করতে না পেরে মহানন্দায় ঝাপ যুবতির

প্রেমের জালে ফেলে বিয়ে। পরবর্তীতে জানা যায় ওই যুবক বিবাহিত। তার ছেলেমেয়েও রয়েছে। তারপরেও সমাজে বিচার বসিয়ে সকলে মেনে নিয়েছিল। কিন্তু তারপরেও ওই যুবতিকে পরকীয়ার মিথ্যে অপবাদ নিয়ে অপমান। অপমান সহ্য করতে না পেরে সাহাপুর ব্রিজ থেকে মহানন্দায় ঝাপ দিয়ে আত্মহত্যারর চেষ্টা যুবতির। খবর লেখা পর্যন্ত ওই যুবতির কোনো খোঁজ পাওয়া যায়নি। উদ্ধার কাজে নামানো হয়েছে স্পিড বোট।



ওই যুবতির নাম শম্পা খাতুন (২১)। বাড়ি ইংরেজবাজারের মোসলেমপুর এলাকায়। শম্পাদর দাদা ইনসান আলি জানান, “বোনকে প্রেমের জালে ফাঁসিয়ে বিয়ে করেছিল। পরে আমরা জানতে পারি, ওই যুবকের আগেই বিয়ে হয়েছে। তার ছেলেমেয়েও রয়েছে। এনিয়ে আমরা সমাজে বিচার বসিয়েছিলাম। তারপরেও আমরা বিষয়টি মেনে নিই। কিন্তু ওই যুবক বোনের বিরুদ্ধে পরকীয়ার মিথ্যে অভিযোগ তুলে অপমান করতে থাকে। অপমান সহ্য করতে না পেরে বোন মহানন্দায় ঝাপ দেয়।”

Comentários


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page