top of page

মাধ্যমিকের মেধা তালিকায় মালদার সাত

চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার মেধা তালিকায় স্থান পেয়েছে মালদার সাত পড়ুয়া। ৬৯৪ নম্বর পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের অনুভব বিশ্বাস। অষ্টম স্থানে রয়েছেন মালদার চার পড়ুয়া৷ তারমধ্যে অরিত্র সাহা এবং সৃজন প্রামাণিকও রামকৃষ্ণ মিশনের ছাত্র৷ বাকি দু’জন আসিফ মেহবুব জয়েনপুর হাইস্কুল ও মহম্মদ ইনজামুল হক টার্গেট পয়েন্ট হাইস্কুলের ছাত্র৷ দশম স্থানে রয়েছেন মোজমপুর গার্লস স্কুলের আমিনা বানু ও সুজাপুর হাইস্কুলের উদয় সাদাব৷


অনুভব জানান, আশা ছিল মাধ্যমিকের মেধা তালিকায় থাকব। রাজ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছি, ভালো লাগছে। পড়াশোনায় আমার কোনও নির্দিষ্ট রুটিন ছিল না৷ নিজের ইচ্ছে মতো পড়তে বসতাম। প্রতিটি বিষয়ের জন্যই গৃহশিক্ষক ছিলেন৷ স্কুলের শিক্ষকদের পাশাপাশি তাঁরাও আমাকে যথেষ্ট সাহায্য করেছেন৷ অবসর সময়ে গল্পের বই পড়তে, ক্রিকেট খেলা দেখতে ভালো লাগে। ভবিষ্যতে আমি ডাক্তার হতে চাই। দিল্লিতে সেই প্রস্তুতি শুরু করেছি।


পরিবারের লোকজন মিষ্টিমুখ করাচ্ছে সৃজনকে।
পরিবারের লোকজন মিষ্টিমুখ করাচ্ছে সৃজনকে।

মেধা তালিকায় অষ্টম স্থানাধিকারী সৃজন প্রামাণিক জানান, ৬৮৮ পেয়ে আমি অষ্টম স্থান অধিকার করেছি৷ যে নম্বর পেয়েছি, তাতে আমি খুশি। রুটিন মাফিক পড়াশোনা করতাম না। তবে দিনে ১০ ঘণ্টা পড়াশোনা হয়েই যেত। ক্রিকেটের সঙ্গে দাবা খেলতেও ভালো লাগে। ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনার ইচ্ছে রয়েছে।


আরেক অষ্টম স্থানাধিকারী অরিত্র সাহা মাধ্যমিকের ফল প্রকাশের পরেও কোচিং নিতে ব্যস্ত। কোনোমতে ফোনে বাবা-মায়ের সঙ্গে কথা বলেছেন। রেজাল্ট জানিয়েছেন। তাঁর মা জানাচ্ছেন, রেজাল্ট ঘোষণার সময় ছেলে কোচিংয়ের ক্লাসে ছিল৷ পরে ওর সঙ্গে কথা হয়েছে৷ বর্তমানে ছেলে কোটায় পড়াশোনা করছে৷ ক্লাস থাকায় ছেলের সঙ্গে বেশি কথা হয়নি৷


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

תגובות


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page