top of page

মউ সাক্ষর করে ভেষজ বাগানের উদবোধন মালদা কলেজে

মালদা কলেজে আচার্য জগদীশচন্দ্র বসুর নামাঙ্কিত সেই ভেষজ বাগানের আনুষ্ঠানিক উদবোধন হল বুধবার। এদিন দুপুরে বোটানি বিভাগ ও হবিবপুরের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে এই বাগানের উদবোধন করা হয়। সাক্ষরিত হয় মউ চুক্তিও। পাশাপাশি এদিন প্রায় আট হাজার আয়াপান গাছের চারা রোপন করা হয়।



এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মালদা কলেজের অধ্যক্ষ মানসকুমার বৈদ্য, বোটানি বিভাগীয় প্রধান পীযূষকান্তি সাহা সহ অন্যান্য শিক্ষক ও পড়ুয়ারা। পীযূষকান্তি সাহা জানান, আজ কলেজে নতুন করে আচার্য জগদীশচন্দ্র বসু মেডিসিনাল প্ল্যান্ট গার্ডেনের উদবোধন করা হল৷ আট হাজার আয়াপান গাছের চারাও এদিন রোপন করা হয়েছে। হবিবপুরের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের সঙ্গে মউ স্বাক্ষরিত হয়েছে৷ ওই সংস্থাটি আমাদের বিভিন্ন ধরনের ভেষজ ওষধির চারা সরবরাহ করবে৷ এই বাগানে বিভিন্ন ধরনের ওষধি গাছ রয়েছে৷ প্রতিটি গাছের প্রচলিত নাম, বৈজ্ঞানিক নাম এবং উপকারিতা সেই গাছের পাশে লাগানো কিউআর কোডে দেখা যাবে৷ এতে ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষজনও গাছগুলি সম্পর্কে বিস্তৃত জানতে পারবেন৷ আগামীতে মালদা কলেজে থাকা প্রতিটি গাছেই এমন কিউআর কোড লাগানো হবে৷


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Kommentare


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page