এসআইআরের শুনানিতে ডাক পেলেন মন্ত্রী
- আমাদের মালদা ডিজিট্যাল

- 1 hour ago
- 1 min read
এবার এসআইআরের শুনানিতে ডাক পেলেন খোদ রাজ্যের মন্ত্রী। রবিবার শুনানির নোটিশ হাতে পেতেই ষড়যন্ত্রের অভিযোগ তুলে ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনবারের বিধায়ক। চক্রান্ত করে এক শ্রেণির মানুষকে হেনস্তার অভিযোগ তুলেছেন হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তজমূল হোসেন।
গত রবিবার এসআইআরে শুনানিতে ডাক পাওয়ার নোটিশ হাতে পান তজমূল হোসেন। আগামী ২৯ জানুয়ারি তাঁকে শুনানি কেন্দ্রে যেতে বলা হয়েছে।

ঘটনাপ্রসঙ্গে তজমূল জানান, ১৯৭৮ সাল থেকে আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। ২০০৩ সালে আমি নির্বাচিত হয়েছিলাম। ২০০৬ সালে আমি বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করি। সেই সময় সমস্ত নথিপত্র নির্বাচন কমিশনকে দিয়েছিলাম। যদি নথিপত্র ঠিক না থাকত, তবে আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারতাম না। আমি তিনবার বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছি। তা সত্ত্বেও আমাকে এসআইআরের শুনানির নোটিশ পাঠিয়ে হেনস্তা করা হচ্ছে। আমাদের ব্লকে এক লক্ষের বেশি মানুষকে শুনানির নোটিশ দেওয়া হয়েছে। এক শ্রেণির মানুষকে চক্রান্ত করে হেনস্তা করা হচ্ছে। আমি সমস্ত নথি নিয়ে শুনানিতে যাব।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন













Comments