top of page

মালদা থেকে ছাড়ছে দেশের প্রথম অমৃত ভারত এক্সপ্রেস

আগামীকাল থেকে যাত্রা শুরু করছে অমৃত ভারত এক্সপ্রেস। তবে আগামীকাল ট্রেনে নিত্যযাত্রীর বদলে থাকছে স্পেশাল যাত্রী। আজ নতুন এই ট্রেন পরিদর্শন করেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু এবং ইংরেজবাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। সঙ্গে ছিলেন মালদা ডিভিশনের ডিআরএম সহ রেলের অন্যান্য আধিকারিকরা৷


ডিআরএম বিকাশ চৌবে জানান, এই ট্রেনে স্লিপার ও জেনারেল কামরা থাকবে৷ মোট ২২টি কামরার মধ্যে মধ্যে ১২টি স্লিপার, ৮টি জেনারেল ও দুটি বিশেষভাবে সক্ষমদের জন্য কামরা৷ প্রতিটি কামরায় ৬টি করে সিসিটিভি ক্যামেরা লাগানো থাকছে৷ থাকছে অগ্নি নির্বাপণ ব্যবস্থাও। টয়লেটে ভ্যাকুয়াম ব্যবস্থার সঙ্গে রয়েছে আপৎকালীন অ্যালার্মের ব্যবস্থাও৷ যদি কেউ টয়লেটের ভিতরে কোনও সমস্যায় পড়েন, তবে তিনি এই বোতাম টিপে বিষয়টি ট্রেনে থাকা কর্মীদের সতর্ক করতে পারবেন৷ এই ট্রেন অত্যন্ত দ্রুতগতিসম্পন্ন৷ ঘণ্টায় ১৩০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে চলতে পারে৷ সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ট্রেন দেশের সাধারণ মানুষের কথা ভেবেই চালু করা হচ্ছে৷



সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী জানান,

আগামীকাল গোটা দেশে আটটি ট্রেনের উদ্বোধন হতে চলেছে৷ তার মধ্যে দুটি অমৃত ভারত এক্সপ্রেস৷ তার একটি মালদা টাউন-বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেস। ভারতে তৈরি এই অত্যাধুনিক ট্রেনে একাধিক সুবিধে রয়েছে। এই ট্রেন চালু হওয়ার ফলে গৌড়বঙ্গের প্রতিটি মানুষ উপকৃত হবেন।

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Commentaires


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page