টুকলি ধরা পড়ায় খাতা কেড়েছিলেন পরীক্ষক, অধ্যক্ষকে হুমকি ছাত্র নেতার
- আমাদের মালদা ডিজিট্যাল
- Jun 24
- 2 min read
কলেজের ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষায় টুকলি করতে গিয়ে ধরা পড়েছিলেন এক ছাত্র। পরীক্ষক ওই ছাত্রের খাতা কেড়ে দশ মিনিট বসিয়ে রেখেছিলেন। পরে খাতা ফেরত দিলে ওই পরীক্ষার্থী পরীক্ষা দিয়ে ফিরে যান। কেন পরীক্ষক টুকলি ধরে, খাতা ১০ মিনিট আটকে রেখেছিলেন, সেই কৈফিয়ত চাইতে দলবল নিয়ে কলেজে হাজির তৃণমূল ছাত্র পরিষদের ব্লক সভাপতি। ওই এলাকার বাসিন্দাদের অভিযোগ ওই ছাত্রনেতার বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকার পরও পুলিশ কোনও ব্যবস্থা নেয়না। কারণ, ওই ছাত্রনেতা নাকি মন্ত্রী ঘনিষ্ঠ। ছাত্রনেতার এই আচরণে আতঙ্কিত হরিশ্চন্দ্রপুর কলেজের অধ্যক্ষ।
গত শুক্রবার হরিশ্চন্দ্রপুর কলেজের ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা ছিল। সেদিন পরীক্ষায় টুকলি করতে গিয়ে পরীক্ষকের নজরে পড়ে যান এক ছাত্র। পরীক্ষক ওই ছাত্রের খাতা ১০ মিনিটের জন্য কেড়ে নিয়ে তাঁকে বসিয়ে রাখেন। সোমবার সেই ঘটনার কৈফিয়ত চাইতে দলবল নিয়ে কলেজে হাজির হন হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বিমান ঝা। ওই পরীক্ষককে না পেয়ে তাঁরা কলেজের অধ্যক্ষ সুমিত নন্দীর কাছে সেই কৈফিয়ত চান। অভিযোগ, বেশ কিছুক্ষণ ধরে অধ্যক্ষের সঙ্গে দুর্ব্যবহার করা হয়।
অধ্যক্ষ জানান, শুক্রবার কলেজের এক অধ্যাপক পরীক্ষা চলাকালীন এক ছাত্রকে টুকলি করতে ধরে ফেলেন। ১০ মিনিটের জন্য ছাত্রটির খাতা কেড়ে নেওয়া হয়েছিল৷ ওই ঘটনাকে কেন্দ্র করে সোমবার কলেজেরই প্রাক্তন ছাত্র বিমান ঝা সহ ৭-৮ জন দাবি করেন, ওই ছাত্রটি ভালো ছেলে৷ কোনওদিন পরীক্ষায় অসদুপায় অবলম্বন করেন না৷ কেন তাঁকে সাসপেন্ড করা হল? বোঝানোর চেষ্টা করার পরেও তাঁরা নানা ইস্যুতে আমাকে হুমকি দিতে থাকেন৷ এভাবে হুমকির মুখে পড়ে ভয় তো লাগছে৷ যদি এরপরেও কিছু হয় তবে পুলিশকে জানাতে বাধ্য হব৷

ঘটনাপ্রসঙ্গে অভিযুক্ত ছাত্রনেতার সঙ্গে যোগাযোগ করা যায়নি। স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন, বিমান ঝার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। মন্ত্রী তজমুল হোসেনের ঘনিষ্ঠ হওয়ায় তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয় না৷
মন্ত্রী তজমুল হোসেন ফোনে জানান, ঘটনাটি শুনেছি৷ এখনও কলেজের অধ্যক্ষের সঙ্গে আমার কথা হয়নি৷ মালদায় ফিরে সমস্ত খোঁজখবর নেব৷ সত্যিই এমন ঘটনা ঘটে থাকলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এদিকে এই ঘটনার পর চাঁচলের মহকুমাশাসককে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন জেলাশাসক নিতীন সিংহানিয়া।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments