

আড়াই কোটির মাদক সহ গ্রেপ্তার পাঁচ
একই দিনে আড়াই কোটি টাকার মাদক পাচার রুখল মালদা জেলা পুলিশ। পৃথক পৃথ তিনটি ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে পাঁচজনকে। ধৃতদের মধ্যে একজন প্রাক্তন প্রধানের ছেলে বলেও পুলিশ সূত্রে জানা গিয়েছে। ধৃতদের আজ পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
Aug 111 min read


পারিবারিক বিবাদ থেকে ধারালো অস্ত্রের কোপে খুন
স্ত্রীর পরকীয়ার প্রতিবাদ করায় সংসারে নিত্যদিনের অশান্তি চলছিল। সালিশি সভায় ওই মহিলা সাফ জানান, তিনি স্বামীর সঙ্গে ঘর করতে চান না। এরপরেই মহিলাকে ২ লক্ষ টাকা দিয়ে ছেড়ে দেওয়ার নিদান দেন গ্রামের মাতব্বররা। ছেলের পরিবারের লোকজন তাতে রাজিও হয়ে যান। এরই মধ্যে ছেলের ভাইকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে মহিলার বাবার বাড়ির লোকেদের বিরুদ্ধে। এরপর থেকে ক্ষোভে ফুঁসছিলেন ছেলের পরিবারের লোকজন। তাই টাকা-পয়সা নিয়ে আর কোনও কথাবার্তাও হয়নি। গতকাল সন্ধেয় ফের স্ত্রীর বাবার বাড়ির লোকজন ধারালো হাঁসু
Aug 22 min read


বাংলাদেশি সন্দেহে পুশব্যাক, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়ো
বাংলাদেশি সন্দেহে সোজা বাংলাদেশে পুশব্যাক। অথচ ওই যুবক বা তাঁর পরিবারের কেউই বাংলাদেশি নন। ২১ বছর বয়সী ওই যুবকের একটি ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। সেই ভিডিয়ো দেখেই সকলের সামনে এই ঘটনা উঠে এসেছে। ওই যুবককে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে প্রশাসনও।
Jul 262 min read


শাশুড়িকে খুনে বউমার যাবজ্জীবন কারাদণ্ড
পারিবারিক বিবাদ থেকে শাশুড়িকে খুনের অভিযোগ উঠেছিল বউমার বিরুদ্ধে। সেই ঘটনায় ১৪ জনের সাক্ষীর ভিত্তিতে বউমাকে দোষী সাব্যস্ত করল মালদা জেলা আদালত। যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন বিচারক।
Jul 161 min read


দুষ্কৃতীদের তাণ্ডবে ঘর ছাড়া, স্বেচ্ছামৃত্যুর আবেদন ব্যবসায়ীর
দুষ্কৃতীদের অত্যাচারে স্ত্রী সন্তানকে নিয়ে ঘর ছেড়েছেন ব্যবসায়ী। বিষয়টি পুলিশে লিখিতভাবে জানানোর পরও পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ। প্রাণের ভয়ে দিনের পর দিন লুকিয়ে থাকতে থাকতে অবশেষে পরিবার সহ স্বেচ্ছামৃত্যুর আবেদন জানিয়েছেন ওই ব্যবসায়ী। সেই চিঠি তিনি জেলাশাসক, পুলিশ সুপার এবং মুখ্যমন্ত্রীকে পাঠিয়েছেন।
Jun 302 min read


পুরুষের আধার কার্ডে উঠছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, দুর্নীতির গন্ধ মালদাতে
কন্যাশ্রী, রূপশ্রীর পর এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দুর্নীতির অভিযোগ। পুরুষদের আধার কার্ড এবং মোবাইল নম্বর ব্যবহার করে প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা হাতানোর অভিযোগ মালদায়। বিষয়টি জানতে পেরেই তদন্তের নির্দেশ দিয়েছেন জেলাশাসক৷ ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
Jun 272 min read


মধ্য রাতে গঙ্গায় নৌকাডুবি, এখনও নিখোঁজ এক
মধ্য রাতে ছোটো নৌকোয় ভরা গঙ্গা পেরোতে গিয়ে বিপত্তি। নৌকো উলটে এখনও নিখোঁজ এক শ্রমিক। শুক্রবার সকাল থেকে নিখোঁজ শ্রমিকের খোঁজ চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা দপ্তর। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে কালিয়াচক ৩ ব্লকের শোভাপুর পারদেওনাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়।
Jun 201 min read


গ্রামে একমাত্র হিন্দু পরিবার, শেষকৃত্যে এগিয়ে এলেন মুসলিম দাদা-ভাইরা
কিছুদিন আগেই কালিয়াচক ২ নম্বর ব্লকের মোথাবাড়ির ঘটনা নিয়ে হইচই পড়েছিল রাজ্য জুড়ে। এবারে কালিয়াচক তিন নম্বর ব্লকে একদম উলটো ছবি। সম্প্রীতির এমন ছবিই আসল বাংলা, তেমনই দাবি করছেন স্থানীয় বাসিন্দারা।
Jun 191 min read


ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধারে রহস্যের গন্ধ, তদন্তে পুলিশ
সাত সকালে ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য কালিয়াচকের ডাঙ্গা এলাকায়। পরিবারের অভিযোগ, ওই ব্যক্তিকে খুন করা হয়েছে। মৃতদেহটিকে ময়নাতদন্তে পাঠিয়ে অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Jun 181 min read


কালিয়াচকে ফের গুলিবিদ্ধ যুবক, মাদক কারবার যোগের সন্দেহ
মাদক কারবারে বিবাদের জেরে গুলিবিদ্ধ এক ব্যক্তি। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার মোজমপুর গ্রামের হারুচক এলাকায়। গুলিবিদ্ধ ব্যক্তি বর্তমানে মালদা মেডিকেলে চিকিৎসাধীন। ঘটনার কারণ নিয়ে পরিবারের লোকজন মুখ বন্ধ রাখলেও স্থানীয় সূত্রে জানা যাচ্ছে মাদকের কারবার থেকে বিবাদের জেরেই এই ঘটনায়। এই ঘটনায় এখনও পর্যন্ত দু’জনকে গ্রেফতার করেছে কালিয়াচক থানার পুলিশ৷
May 261 min read