

কালিয়াচকে ফের গুলিবিদ্ধ যুবক, মাদক কারবার যোগের সন্দেহ
মাদক কারবারে বিবাদের জেরে গুলিবিদ্ধ এক ব্যক্তি। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার মোজমপুর গ্রামের হারুচক এলাকায়। গুলিবিদ্ধ ব্যক্তি বর্তমানে মালদা মেডিকেলে চিকিৎসাধীন। ঘটনার কারণ নিয়ে পরিবারের লোকজন মুখ বন্ধ রাখলেও স্থানীয় সূত্রে জানা যাচ্ছে মাদকের কারবার থেকে বিবাদের জেরেই এই ঘটনায়। এই ঘটনায় এখনও পর্যন্ত দু’জনকে গ্রেফতার করেছে কালিয়াচক থানার পুলিশ৷
May 261 min read


রেশম শিল্পকে আরও এগিয়ে নিয়ে যেতে মালদায় রাজ্যের প্রতিনিধি দল
রেশম শিল্পের সমস্যা সমাধানে ও সিল্ক পার্ক চালু করতে উদ্যোগ নিল রাজ্য সরকার। বৃহস্পতিবার বিকেলে এমএসএমই দপ্তরের নেতৃত্বে রাজ্য সরকারের একটি প্রতিনিধি দল কালিয়াচকের শেরশাহী এলাকায় রেশম শিল্পের পরিকাঠামো পরিদর্শনে করেন। সেখান থেকে তাঁরা চলে যান সিল্ক পার্ক পরিদর্শনে। সন্ধেয় জেলা প্রশাসনিক কর্তাদের নিয়ে প্রশাসনিক ভবনে বৈঠকও করেন।
May 231 min read


পারিবারের চার সদস্যকে খুনের ঘটনায় ফাঁসির সাজা আসিফের
ডার্ক ওয়েবের সাহায্য নিয়ে পরিকল্পনা৷ তারপর সেই পরিকল্পনামাফিক পরিবারের চার সদস্যকে খুন৷ মৃতদেহগুলিকে বাড়ির নীচে পুঁতে রেখেই চার মাস ধরে ওই বাড়িতেই বসবাস৷ কালিয়াচক ৩ ব্লকের বীরনগর গ্রাম পঞ্চায়েতের পুরোনো ১৬ মাইল এলাকার এই ঘটনায় অভিযুক্ত ছোটো ছেলে আসিফ মহম্মদকে দোষী সাব্যস্ত করল মালদা জেলা আদালত৷ দোষীকে আজ ফাঁসির সাজা ঘোষণা করেছেন বিচারক৷
May 171 min read


পরিবারের চার সদস্যকে খুনের ঘটনায় দোষী সাব্যস্ত আসিফ, কাল সাজা ঘোষণা
একই সঙ্গে মা, বাবা, বোন, ঠাকুরমাকে খুনের ঘটনায় রাজ্য জুড়ে হইচই পড়েছিল৷ চারটি মৃতদেহ বাড়ির নীচে পুঁতে রেখে চার মাস ধরে ওই বাড়িতে বসবাস করছিল অভিযুক্ত ছেলে৷ সেই ঘটনার চার বছর পর অভিযুক্ত ছেলেকে দোষী সাব্যস্ত করল মালদা জেলা আদালত৷ আগামীকাল শনিবার দু’পক্ষের বয়ান শুনে দোষীর সাজা ঘোষণা করবেন বিচারক৷
May 161 min read


লিচুর দাম নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা
মালদা জেলা জুড়ে তাপমাত্রার পারদ ৪০ এর এদিক ওদিক ঘোরাঘুরি করছে। সময় মতো বৃষ্টির অভাব আর পোকামাকড়ের উপদ্রবে লিচুর বেশিরভাগ মুকুল ঝড়ে গিয়েছে। জেলায় এবার মাত্র ২০ শতাংশ লিচুর উৎপাদন হতে পারে বলে মনে করছেন চাষিরা। যার প্রভাব পড়েছে বাজারেও। ইতিমধ্যে সে সমস্ত লিচু বাজারে এসেছে তার প্রতি পিস বিকোচ্ছে তিন থেকে চার টাকায়। ব্যবসায়ীদের কথায় আরও আশঙ্কা, দিন যত যাবে, লিচুর দামও তত বাড়বে৷
May 151 min read


চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ব্যক্তি
এবার চাকরি দেওয়ার নামে টাকা হাতানোর অভিযোগ বৈষ্ণবনগরে। ইতিমধ্যে অভিযোগের ভিত্তিতে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বৈষ্ণবনগর থানার পুলিশ। ধৃতকে পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
Apr 301 min read


সংসার চালাতে গিয়ে প্রচুর দেনা, অবসাদে আত্মঘাতী দম্পতি
কাজকর্ম ছিল না। সংসারের খরচ সামলাতে প্রচুর দেনা হয়ে গিয়েছিল। দেনার দায়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী দম্পতি। ঘটনাটি কালিয়াচক ৩ ব্লকের বীরনগর ২ গ্রাম পঞ্চায়েতের জালারদিটোলা এলাকার। মৃতদেহ দুটি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Apr 241 min read


রাজ্যপালের কাছে স্থায়ী বিএসএফ ক্যাম্পের দাবি শরনার্থীদের
মুর্শিদাবাদের হিংসার ঘটনায় এখনও ঘরছাড়া বহু পরিবার। তাঁদের একাংশের আশ্রয় হয়েছে বৈষ্ণবনগরের পারলালপুর হাইস্কুল। গত শুক্রবার দুর্গতদের সঙ্গে দেখা করতে যান জাতীয় মানবাধিকার কমিশন ও জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিদল। ঘরহারা ওই পরিবারগুলির সঙ্গে দেখা করেন রাজ্যপালও। গতকালই দুর্গতদের একাংশ কমিশন ও রাজ্যপালকে সাফ জানিয়েছিলেন স্থায়ী বিএসএফ ক্যাম্প না হলে তাঁরা ঘরে ফিরবেন না। দুর্গতদের কথামতো আশ্বাসও দিয়েছিলেন রাজ্যপাল।
Apr 191 min read


মুর্শিদাবাদের ঘটনায় মুখ্যমন্ত্রীকেই দোষারোপ ইশার
ইমাম-মোয়াজ্জিনের সভা থেকে মুর্শিদাবাদের ঘটনা নিয়ে দক্ষিণ মালদার সাংসদকে নিশানা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে পালটা মুখ্যমন্ত্রীর কাঁধেই গোটা ঘটনার দায়িত্ব চাপিয়েছেন ইশা খান চৌধুরী। এই ঘটনার পেছনে রাজনৈতিক খেলা রয়েছে বলেও দাবি করেছেন তিনি। মোথাবাড়িতে বেলাগাম মন্তব্য করায়, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে মামলা করার কথাও জানিয়েছেন কোতওয়ালি পরিবারের এই জন প্রতিনিধি।
Apr 172 min read


রেশমি পোশাকের স্বপ্নে জেলাবাসী
নতুন বছর, নতুন আশা৷ আমের গর্বে গরবিনী মালদা৷ কবে থেকে, জানে না কেউ৷ অনেকে আবার এটাও জানে না যে আমেরও আগে এই জেলার গর্ব ছিল রেশম৷ মালদার রেশম একসময় সিল্ক রুট ধরে পাড়ি দিত তিব্বত থেকে শুরু করে একাধিক দেশে৷ একটা সময় এই জেলার রেশম সুতোর তৈরি জামাকাপড় মুঘল বাদশাহ থেকে শুরু করে তাঁদের বেগমদের গায়েও শোভা পেত৷ তার প্রামাণ্য নথিও রয়েছে৷ তবে সেসব এখন সোনালি অতীত৷ পরবর্তী সময়ে বিভিন্ন কারণে ভাটা আসতে শুরু করে এই শিল্পে৷ মুখ ফিরিয়ে নিতে শুরু করেন রেশম চাষিরা৷
Apr 163 min read