top of page

মধ্য রাতে গঙ্গায় নৌকাডুবি, এখনও নিখোঁজ এক

মধ্য রাতে ছোটো নৌকোয় ভরা গঙ্গা পেরোতে গিয়ে বিপত্তি। নৌকো উলটে এখনও নিখোঁজ এক শ্রমিক। শুক্রবার সকাল থেকে নিখোঁজ শ্রমিকের খোঁজ চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা দপ্তর। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে কালিয়াচক ৩ ব্লকের শোভাপুর পারদেওনাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার মধ্যরাতে ১২ জন শ্রমিক মুর্শিদাবাদের ধুলিয়ান ঘাট থেকে পারলালপুর ঘাটের উদ্দেশ্যে রওয়ানা দেন। সঙ্গে ছিলেন দুই নৌকো চালকও। ঘাট ছাড়ার কিছুক্ষণের মধ্যেই নৌকো উলটে যায়। তলিয়ে যান নৌকোয় থাকা সকলেই। বাকিদের উদ্ধার করা গেলেও এখনও এক শ্রমিকের খোঁজ পাওয়া যাচ্ছে না।


স্থানীয় বাসিন্দাদের দাবি, কালিয়াচক ৩ নম্বর ব্লকের বাখরাবাদ গ্রাম পঞ্চায়েতের বাখরাবাদ চর গ্রামের ১২ জন পরিযায়ী শ্রমিক বাঁকুড়া থেকে বাড়ি ফিরছিলেন। ধুলিয়ান গঙ্গা স্টেশনে সকলেই নেমে পড়েন। সেখান থেকে নৌকোয় করে তাঁদের গ্রামে ফেরা সহজ। কিন্তু মধ্যরাতে নদীতে ফেরি চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। তাই মাছ ধরার একটি ছোট্ট নৌকোর দুই মাঝিকে কোনোমতে রাজি করিয়ে বাড়ি ফিরছিলেন তাঁরা। মাঝ গঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় নৌকা৷ বাকিরা কোনোমতে ঘাটে পৌঁছলেও নিখোঁজ হয়ে যায় এক শ্রমিক জাহাঙ্গির শেখ (৩২)। খবর পেয়ে শুক্রবার সকাল থেকে তল্লাশি অভিযান শুরু করে বিপর্যয় মোকাবিলা দপ্তর। খবর লেখা পর্যন্ত ওই শ্রমিকের খোঁজ পাওয়া যায়নি।

জাহাঙ্গিরের দাদা রবিউল শেখ জানান, ভাই বাইরে কাজে গিয়েছিল৷ গতকাল রাত দেড়টা নাগাদ ওরা ধুলিয়ান ঘাট থেকে একটা মাছ ধরার ছোট নৌকায় চেপে এপারে আসছিল৷ গঙ্গায় সেই নৌকা উলটে যায়৷ বাকি সবার খোঁজ মিললেও এখনও আমার ভাইকে পাওয়া যাচ্ছে না।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Commentaires


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page