top of page

অবশেষে গ্রেপ্তার কয়েক’শো কোটির মাদক কারবারের মূল পাণ্ডা

কয়েক’শো কোটি টাকার মাদক কারবারের মূল মাথাকে অবশেষে গ্রেপ্তার করল মালদা জেলা পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে তার ছায়াসঙ্গীকেও। ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদনে ধৃতদের মঙ্গলবার মালদা জেলা আদালতে তোলা হলে আদালত আটদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়।


ধৃত মাদক কারবারের মূল মাথার নাম আনারুল হক ওরফে এনারুল শেখ৷ বাড়ি কালিয়াচক থানার মোজমপুর গ্রামের বালুগ্রামে৷ পুলিশ সূত্রে খবর, প্রায় ২০ বছর ধরে মাদক কারবারের সঙ্গে যুক্ত রয়েছে এনারুল৷ গ্রেপ্তার করা হয়েছে তার কাকা, ছায়াসঙ্গী সৌকত শেখকেও।


পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানান, “গতকাল কলকাতা পুলিশের সহযোগিতায় এন্টালি এলাকা থেকে মাদক কারবারের মূল মাথা এনারুল শেখ ওরফে এনারুল হককে গ্রেপ্তার করা হয়েছে৷ গ্রেপ্তার করা হয়েছে এই কারবারের আরও এক পাণ্ডা, তার কাকা সৌকত শেখকে।



পুলিশ সুপার আরও জানান, মণিপুর, অসম থেকে মাদক তৈরির কাঁচামাল কালিয়াচকে নিয়ে আসা হত। স্থানীয় ব্যক্তিদের সেই কাঁচমাল থেকে মাদক তৈরি শেখানো হত। পরে তৈরি হওয়া মাদক বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ত৷ এই পুরো কারবারের মূল মাথা এনারুল। এদের বিরুদ্ধে বেআইনি অস্ত্র সহ একাধিক সমাজবিরোধী কাজকর্মেরও মামলা রয়েছে৷ ধৃতদের জেরা করে আমরা এই ব্যবসার আরও অনেক তথ্য পাব বলে আশা করছি৷ প্রাথমিক জেরায় আমরা বেশ কিছু নাম পেয়েছি৷ যারা এদের প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে এই ব্যবসায় সাহায্য করত৷ আমাদের কাছে তথ্য রয়েছে, এনারুল তার মাদক কারবারের বিপুল পরিমাণ টাকা প্রোমোটিং ও ঠিকাদারি ব্যবসায় লাগিয়েছিল৷ প্রচুর পরিমাণ জমিও কিনেছে৷ এসব সম্পত্তি সে নামে কিংবা বেনামে কিনেছে৷ এদের বিরুদ্ধে আমরা অর্থনৈতিক তদন্তও চালাব৷


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page