মালদা মেডিকেলে থ্রেট কালচারের অভিযোগ, কর্তৃপক্ষকে রাতভর ঘেরাও
- আমাদের মালদা ডিজিট্যাল
- 2 minutes ago
- 1 min read
চিকিৎসক পড়ুয়াদের গণ্ডগোলের জেরে মালদা মেডিকেলে উত্তেজনা। উঠেছে থ্রেট কালচারের অভিযোগও। শাসক ঘনিষ্ঠ দুই চিকিৎসক পড়ুয়ার বিরুদ্ধে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার দাবিতে শুক্রবার দুপুর থেকে সকাল পর্যন্ত ঘেরাও করে রাখা হয় মেডিকেল কর্তৃপক্ষকে। শনিবার দুপুর থেকেও চলতে থাকে ঘেরাও করে অবস্থান কর্মসূচি। এমনকি মেডিকেলের অধ্যক্ষের ঘরে নানা মন্তব্য লিখে দেন বিক্ষোভকারীরা।
মেডিকেল সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার মালদা মেডিকেলের সার্জিক্যাল বিভাগে কর্মরত ছিলেন ময়ুরাক্ষী। অভিযোগ, সেই সময় মিজানূর রহমান নামে আরেক ইন্টার্নের সঙ্গে ময়ুরাক্ষীর বিবাদ বাঁধে। এরপর ময়ুরাক্ষীর ঘনিষ্ঠ আরেক ইন্টার্ন নবদ্বীপ শীল মিজানূরকে রেস্ট রুমে ঢুকিয়ে মারধর করে বলে অভিযোগ। এনিয়ে গত বৃহস্পতিবারই দুপক্ষকে সঙ্গে নিয়ে বিষয়টি মিটিয়ে দেন মেডিকেল সুপার৷ শুক্রবার দু’পক্ষকে ডেকে পাঠায় মেডিকেল কর্তৃপক্ষ। দু’পক্ষই কর্তৃপক্ষকে নিজেদের অভিযোগ জানান। কিন্তু তারপরেও সমস্যার সমাধান হয়নি। দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে।

মেডিকেলের অধ্যক্ষ পার্থপ্রতীম মুখোপাধ্যায় বলেন, “সার্জিক্যাল বিভাগে ইন্টার্নদের মধ্যে একটি ঘটনা ঘটেছিল। একজন ইন্টার্ন আরেকজন ইন্টার্নের ফোন কাড়তে গিয়ে মাথায় আঘাত লাগে। আক্রান্ত ইন্টার্নের সহপাঠী ওই ইন্টার্নকে আবার মারধর করে বলে অভিযোগ। সেই ঘটনার ভিত্তিতে দুপক্ষই অভিযোগ জানিয়েছে। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে আমরা একটি তদন্ত কমিটি তৈরি করেছি। অবিলম্বে পদক্ষেপের দাবিতে গতকাল রাতে চিকিৎসক পড়ুয়ারা সারা রাত আমাকে ঘেরাও করে রেখেছিলেন। শনিবার দুপুর থেকে ফের আমাদের ঘেরাও করে রাখা হয়েছে। আমাদের একটা পদ্ধতি মেনে এগোতে হয়। পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।”
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments