কালিয়াচকে ফের গুলিবিদ্ধ যুবক, মাদক কারবার যোগের সন্দেহ
- আমাদের মালদা ডিজিট্যাল
- May 26
- 1 min read
মাদক কারবারে বিবাদের জেরে গুলিবিদ্ধ এক ব্যক্তি। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার মোজমপুর গ্রামের হারুচক এলাকায়। গুলিবিদ্ধ ব্যক্তি বর্তমানে মালদা মেডিকেলে চিকিৎসাধীন। ঘটনার কারণ নিয়ে পরিবারের লোকজন মুখ বন্ধ রাখলেও স্থানীয় সূত্রে জানা যাচ্ছে মাদকের কারবার থেকে বিবাদের জেরেই এই ঘটনায়। এই ঘটনায় এখনও পর্যন্ত দু’জনকে গ্রেফতার করেছে কালিয়াচক থানার পুলিশ৷
গুলিবিদ্ধ যুবকের নাম করিম খান (৩০)। পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে বাড়ির পাশের বাগান পাহারা দিচ্ছিলেন তিনি৷ অভিযোগ, সেই সময় তাঁকে গুলি করা হয়৷ গুলি লাগে তাঁর পেটে৷ বর্তমানে তিনি মেডিকেলে চিকিৎসাধীন৷ স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, করিমকে গুলি চালানোয় মূল অভিযুক্ত মান্নি শেখ৷ মান্নি আর করিম, দুজনেই মাদক কারবারের যুক্ত। কিছুদিন আগে করিম ও মান্নি ভিনরাজ্যের একজন কারবারীর সঙ্গে পৃথক পৃথকভাবে ব্যবসার ডিল করে৷ এনিয়ে তাদের মধ্যে বিরোধ শুরু হয়৷ তারই জেরে গতকাল রাতে এই ঘটনা ঘটেছে বলে অনুমান স্থানীয়দের৷
করিমের মা মিনা বিবি জানান, ছেলে গতকাল রাতে আমাদেরই বাগান পাহারা দিচ্ছিল৷ রাতে শুনি, কেউ বা কারা ওকে গুলি করেছে৷ খবর পেয়েই আমরা বাগানে দৌড়ে যাই৷ ও বাগানে পড়ে ছিল৷ ওর পেটে একটাই গুলি লেগেছে৷ আমরা সঙ্গে সঙ্গে ওকে মালদা মেডিকেলে নিয়ে আসি৷ পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল৷

জেলা পুলিশের তরফে প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, এই ঘটনায় করিম খানের স্ত্রী আঞ্জুমা খাতুন কালিয়াচক থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে। তদন্তে নেমে এখনও পর্যন্ত শেখ ওয়াশেদ আলি (৫৫) ও মহম্মদ হামিদুল শেখ (২৭) নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গুলিবিদ্ধ বয়ান থেকে এখনও পর্যন্ত তদন্তকারী অফিসাররা জানতে পেরেছেন, দুই গ্যাংয়ের বিবাদের জেরেই এই ঘটনা ঘটেছে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Kommentare