কালিয়াচক জুড়ে বারুদের গন্ধ, বৃহস্পতিবারও চলল গুলি
- আমাদের মালদা ডিজিট্যাল

- 4 hours ago
- 1 min read
বুধবারের পর বৃহস্পতিবারও গুলির বৃষ্টি কালিয়াচকে। তৃণমূলের দুই গোষ্ঠীর লড়াইয়ে এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে চারজনকে। আটক করা হয়েছে আরও দুই জনকে। উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র সহ একাধিক কার্তুজ।
ঘটনার সূত্রপাত বুধবার দুপুরে। মাদক পাচারের করিডর দখলকে কেন্দ্র করে আশাদুল্লা গ্যাং ও আনারুল গ্যাংয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছে। অভিযোগ, গতকাল দুপুরে তৃণমূল নেতা আসরাফুল শেখের বাড়িতে ১৫ রাউন্ড গুলি চালানো হয়। আসরাফুল আশাদুল্লাকে সমর্থন করতেন। পরে তৃণমূল পঞ্চায়েত সদস্য সৈয়দ আলির বাড়ির সামনেও ১০ রাউন্ড গুলি চলে। একের পর এক গুলির শব্দে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। অনেকেই এলাকা ছেড়ে পালাতে শুরু করেন। খবর পেয়ে গতকাল থেকে ওই এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছিল।
গতকালকের পর আজ সকালেও মোজমপুর বালুগ্রাম এলাকায় গুলি চলতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কালিয়াচক থানার পুলিশ। সেখানে আশাদুল্লা বিশ্বাস গ্যাং এবং আনারুল গ্যাংয়ের মধ্যে সংঘর্ষ চলছিল। পুলিশকে ঘটনাস্থলে আসতে দেখে পালাতে শুরু করেন দুষ্কৃতীরা। লিচু ও আমবাগানে ধাওয়া করে এমদাদুল শেখ নামে একজনকে ধরে ফেলে পুলিশ। ধৃতের হেপাজত থেকে উদ্ধার হয় একটি পাইপগান সহ বেশ কয়েকটি তাজা কার্তুজ।

জেলা পুলিশের তরফে জানানো হয়েছে, এলাকা দখল নিয়ে দুই গ্যাংয়ের সংঘর্ষে গুলি চালানোর ঘটনা ঘটেছে। তবে গুলিতে কেউ আহত হয়নি। গতকালও এক রেশম ডিলার ও অন্য এক গ্যাংয়ের মধ্যে সংঘর্ষ বেঁধে গিয়েছিল। হানা দিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। আটক করা হয়েছে আরও ২ জনকে। উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র। এখনও পুলিশি অভিযান চলছে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন













Comments