কয়লা ব্যবসায়ীর রক্তাক্ত দেহ উদ্ধার, গুলি করে খুনের অভিযোগ পরিবারের
top of page

কয়লা ব্যবসায়ীর রক্তাক্ত দেহ উদ্ধার, গুলি করে খুনের অভিযোগ পরিবারের

বিকেল থেকে নিখোঁজ থাকার পর সকালে কয়লা ব্যবসায়ীর রক্তাক্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য। পরিবারের দাবি, গুলি করে ওই ব্যবসায়ীকে খুন করা হয়েছে। মৃতদেহটিকে ময়নাতদন্তে পাঠিয়ে অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


মৃত ব্যবসায়ীর নাম ওবাইদুল্লা খান (৩১)। বাড়ি কালিয়াচকের সুলতানগঞ্জ এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেলে বাড়ি থেকে বেরোনোর পর থেকে আর খোঁজ পাওয়া যায়নি ওবাইদুল্লার। পরিবারের লোকজন অনেক রাত পর্যন্ত তাঁর খোঁজ চালান। কিন্তু খোঁজ না মেলায় অবশেষে পরিবারের লোকজন কালিয়াচক থানায় মিসিং ডায়ারি করেন। মঙ্গলবার সকালে ইংরেজবাজারের কাটাগর এলাকার একটি আমবাগার থেকে ওবাইদুল্লার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। মৃতদেহের পাশ থেকে উদ্ধার হয় তাঁর মোটরবাইকও।


মৃতদেহটিকে ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ব্যবসায়িক লেনদেন সংক্রান্ত কারণেই এই ঘটনা ঘটে থাকতে পারে।


ree

এদিকে, ঘটনার খবর পেয়ে মালদা মেডিকেলে গিয়ে পরিবারের লোকেদের সঙ্গে দেখা করেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন। যদিও তাঁর দাবি, এই ঘটনার সঙ্গে রাজনৈতিক কোনও যোগ নেই। ওবাইদুল্লার ভাইও দাবি করেছেন, তাঁর দাদা সরাসরি কোনও রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নন। তবে ওবাইদুল্লা তৃণমূল সমর্থক ছিলেন।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page