top of page

ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধারে রহস্যের গন্ধ, তদন্তে পুলিশ

সাত সকালে ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য কালিয়াচকের ডাঙ্গা এলাকায়। পরিবারের অভিযোগ, ওই ব্যক্তিকে খুন করা হয়েছে। মৃতদেহটিকে ময়নাতদন্তে পাঠিয়ে অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


মৃত ব্যক্তির নাম আজমাউল শেখ (৪৯)। বাড়ি কালিয়াচক ১ নম্বর ব্লকের সুজাপুর গ্রাম পঞ্চায়েতের চাষপাড়া গ্রামে৷ আজমাউল নাইট গার্ডের কাজ করতেন৷ পরিবার সূত্রে জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো মঙ্গলবারও কাজে বেড়িয়ে যান আজমাউল। তারপর আর বাড়ি ফেরেননি। ভোরে স্থানীয় বাসিন্দারা ডাঙ্গা এলাকার মাঠে তাঁর রক্তাক্ত দেহ দেখতে পান৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পরিবারের লোকজন। ঘটনাস্থলে ছুটে যায় কালিয়াচক থানার পুলিশও। দেহটিকে উদ্ধার করে সিলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা আজমাউলকে মৃত বলে ঘোষণা করেন।


আজমাউলের স্ত্রী রুবিনা ইয়াসমিন জানান, স্বামী প্রায় ২০ বছর ধরে কারখানায় নাইট গার্ডের কাজ করত৷ স্বামীর কোনও রোগ ছিল না৷ পুরোপুরি সুস্থ ছিল৷ কেউ পড়ে গিয়ে এভাবে রক্তাক্ত হতে পারে না। আমাদের অনুমান, কেউ বা কারা স্বামীকে খুন করেছে। আমরা দোষীদের শাস্তি চাই। সকাল ৬টায় ফোন করে আমাদের খবর দেওয়া হয়েছে। অথচ ভোর তিনটে নাগাদ স্বামীর দেহ মাঠে পড়ে থাকতে দেখা গিয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে কালিয়াচক থানায় অভিযোগ দায়ের করেছি।

ফাইল চিত্র।
ফাইল চিত্র।

আজমাউলের এক আত্মীয় মহম্মদ হাবিবুল্লাহ জানান, কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, ভোর সাড়ে তিনটে নাগাদ তাঁর মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়৷ অনেকেই দাবি করছেন, টুল থেকে পড়ে গিয়ে আজমাউলের মৃত্যু হয়েছে। কিন্তু আমরা নিশ্চিত, তাঁকে মারা হয়েছে৷ তাঁর মাথা ফেটে গিয়েছে৷ প্রচুর রক্ত বেরিয়েছে৷ তাঁর সহকর্মীরাই আসল ঘটনা বলতে পারবেন৷


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page