top of page
বামনগোলা
বেহাল অবস্থায় অঙ্গনওয়াড়ি কেন্দ্র, চাঙর ভেঙে দুর্ঘটনার আশঙ্কা
বেহাল অবস্থায় পড়ে রয়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, যে কোনও মুহূর্তে ছাদের চাঙর ভেঙে দুর্ঘটনা ঘটতে পারে। অবিলম্বে অঙ্গনওয়াড়ি কেন্দ্র স্থানান্তরের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে বিডিওকে ডেপুটেশন দিলেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি বামনগোলার চাঁদপুর এলাকার। এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
5 Aug 2025
5
প্রেমের টানে কাঁটাতার পেরিয়ে বাংলাদেশে তরুণী
প্রেমের টানে বাড়ি ছেড়ে বেড়িয়ে পড়েছিলেন তরুণী। শুধু বাড়ি নয়, প্রেমিকের সঙ্গে পেতে দেশের সীমানাও অতিক্রম করে ফেলেন তিনি। কোনোমতে বিএসএফের নজরে ফাঁকি দিতে পারলেও, বিজিবির নজর এড়াতে পারেননি। বাংলাদেশের সীমান্ত রক্ষীবাহিনীর হাতে ধরা পড়ে যান একুশ বছরের ওই তরুণী। এখনও তিনি বাংলাদেশেই রয়েছেন। এদিকে, সমস্ত ঘটনা জানতে পেরে মেয়েকে ফিরে পেতে বিএসএফের ওপরই ভরসা রাখছেন ওই তরুণীর অভিভাবকরা।
30 May 2025
17
প্রাক বর্ষাতেই ভাঙন টাঙনে, চিন্তায় স্থানীয় বাসিন্দারা
মালদা জেলায় এখনও বর্ষা ঢোকেনি। তবে জেলা প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে। জলস্তরও বাড়তে শুরু করেছে। এরই মধ্যে পাড় কাটতে শুরু করেছ ে টাঙনের। ঘটনাকে কেন্দ্র করে বামনগোলা ব্লকের গোবিন্দপুর মহেশপুর এলাকার মানুষের মাথায় চিন্তার ভাঁজ পড়তে শুরু করেছে।
28 May 2025
32
শিশুকে জঙ্গলে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা, আতঙ্ক বামনগোলার গ্রামে
দিনে দুপুরে সাত বছরের শিশুকে জঙ্গলে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা শিয়ালের। গ্রামবাসীদের তৎপরতায় শিশুর প্রাণ বাঁচলেও বেশ ক্ষতবিক্ষত হয়েছে সে। তড়িঘড়ি ওই শিশুকে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়। গতকাল দুপুরে ঘটনাটি ঘটে বামনগোলার চন্দ্রাইল গ্রামে। এদিকে এই ঘটনার পর আতঙ্কে বন দপ্তরের কাছে সহায়তার আর্জি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
5 May 2025
7
বিজ্ঞাপন
পপুলার
বিজ্ঞাপন
Viral
Popular
bottom of page























