প্রাক বর্ষাতেই ভাঙন টাঙনে, চিন্তায় স্থানীয় বাসিন্দারা
- আমাদের মালদা ডিজিট্যাল
- May 28
- 1 min read
মালদা জেলায় এখনও বর্ষা ঢোকেনি। তবে জেলা প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে। জলস্তরও বাড়তে শুরু করেছে। এরই মধ্যে পাড় কাটতে শুরু করেছে টাঙনের। ঘটনাকে কেন্দ্র করে বামনগোলা ব্লকের গোবিন্দপুর মহেশপুর এলাকার মানুষের মাথায় চিন্তার ভাঁজ পড়তে শুরু করেছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, কয়েকদিন আগে থেকে বেস কয়েকটি গ্রামে টাঙনের পাড় কাটতে শুরু করেছে। প্রতি বছরই বর্ষায় টাঙন ফুলেফেঁপে ওঠে, পাড় কাটে। কিন্তু গত ৩-৪ বছরে তিনটি গ্রামের বেশ কিছু কৃষিজমি পর্যন্ত নদীতে তলিয়ে গিয়েছে। নদী পাড়ের বাসিন্দারা অন্যত্র বাড়ি সরিয়ে নিয়ে গিয়েছিলেন। এবছর এখনই নদীতে পাড় কাটতে শুরু করেছে। ভরা বর্ষায় নদীর জল বাড়লে কী পরিস্থিতি হবে তা নিয়ে চিন্তায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দা নৃপেন বিশ্বাস জানান, গত কয়েক বছরে আমার সাড়ে তিন বিঘা জমি নদীতে তলিয়ে গিয়েছে৷ নদীর তীর থেকে বাড়ি সরিয়ে আনতে বাধ্য হয়েছি। এবার ভরা বর্ষার আগেই টাঙনে ভাঙন শুরু হয়েছে। এবারও মনে হচ্ছে বাড়িঘর সরিয়ে নিয়ে যেতে হবে। আমরা বারবার এখানে পাকা বাঁধের দাবি করেছি। কিন্তু কেউ আমাদের কথায় কর্ণপাত করেনি।
বামনগোলার বিডিও মনোজিৎ রায় জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মতো আমরা কাজ করছি।
জেলা সেচ দফতরের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার শিবনাথ গঙ্গোপাধ্যায় জানান, এলাকা পরিদর্শনে করা হয়েছে। প্রাথমিকভাবে কাজ শুরু হয়েছে। এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য পরিকল্পনা তৈরি করা হয়েছে। আশা করা যায়, আগামী নভেম্বর থেকে সেখানে কাজ শুরু করা যাবে৷
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments