top of page

রান্না পছন্দ হয়নি! রাগে শো-কেসে ঘুসি মেরে মৃত্যু যুবকের

স্ত্রীর রান্না পছন্দ হয়নি। রেগে স্ত্রীকে বকাবকি শুরু করেন স্বামী। পালটা স্বামীর সঙ্গে ঝগড়া শুরু করে দেন স্ত্রীও। রাগ নিয়ন্ত্রণ না করতে পেরে কাচের শো-কেসে ঘুসি মারেন স্বামী। তাতেই হাতের ধমনী কেটে যায়। অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় ওই যুবকের। মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বামনগোলায়।


মৃত যুবকের নাম বিদ্যা বিশ্বাস (২৬)৷ বাড়ি বামনগোলার ভুলকিমারি গ্রামে। পরিবার সূত্রে জানা গিয়েছে, এক মাস আগে বেঙ্গালুরুতে কাজ করতে যান বিদ্যা৷ গত রবিবার তিনি বাড়ি ফিরে আসেন৷ সোমবার সকাল হতেই বন্ধুদের সঙ্গে দেখা করতে চলে যান বিদ্যা৷ গতকাল বন্ধুদের সঙ্গে মদ্যপানও করেন তিনি৷ বাড়ি ফিরে স্নান সেরে খেতে বসেন৷ তাঁর স্ত্রী অনিতা বিশ্বাস তাঁকে খাবার খেতে দেন৷ রান্না পছন্দ না হওয়ায় স্ত্রীকে বকাবকি শুরু করেন বিদ্যা৷ অনিতাও স্বামীর সঙ্গে ঝগড়া শুরু করে দেন৷ দু’জনের ঝামেলা একসময় বড়ো আকার নেয়৷ রাগ নিয়ন্ত্রণ না করতে পেরে কাচের শো-কেসে সজোরে ঘুষি চালিয়ে দেন বিদ্যা৷ হাত কেটে রক্তপাত হতে থাকে। কাপড় দিয়ে ক্ষতস্থান বেঁধে দিয়ে রক্তপাত বন্ধ করার চেষ্টা করেন অনিতা৷ কিন্তু কোনোমতেই রক্ত বন্ধ করা যাচ্ছিল না। চিৎকার শুনে ছুটে আসেন আশেপাশের লোকজন৷ ততক্ষণে প্রবল রক্তপাতে নেতিয়ে পড়েছেন বিদ্যা৷ তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে বামনগোলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় বিদ্যার৷


প্রতীকী ছবি

ধমনী কেটে অতিরিক্ত রক্তক্ষরণের জন্যই বিদ্যার মৃত্যু হয়েছে বলে পরিবারের লোকেদের জানান চিকিৎসকরা। এই ঘটনায় আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Commentaires


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page