ভাতা বৃদ্ধির দাবিতে কর্ম বিরতি আশাকর্মীদের
বারবার প্রতিশ্রুতির পরেও ভাতা বৃদ্ধি নিয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি রাজ্য কিংবা কেন্দ্রের তরফে। বাধ্য হয়ে আজ থেকে কর্ম বিরতিতে সামিল হলেন আশাকর্মীরা।
আজ বিভিন্ন ব্লকের আশা কর্মীরা রাস্তায় নামেন। মালদা শহরের পোস্ট অফিস মোড় থেকে আশাকর্মীরা মিছিল করে সারা শহর পরিক্রমা করেন। অন্যদিকে, বামনগোলা ব্লকের মুদিপুকুর গ্রামীণ হাসপাতালের সামনে আশাকর্মীরা কর্মবিরতি করে বিক্ষোভ প্রদর্শন করেন। আশাকর্মীদের দাবি, রাজ্য সরকার ও কেন্দ্র সরকার যে বাজেট ঘোষণা করেছে তাতে পশ্চিমবঙ্গের আশাকর্মীদের জন্য কোন টাকা বরাদ্দ করা হয়নি। আশাকর্মী বিভিন্ন কাজে ব্যবহার করা হচ্ছে। অথচ তাঁদের ভাতা বৃদ্ধি করা হচ্ছে না। এর প্রতিবাদে তাঁদের এই আন্দোলন।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments