top of page

প্রেমের টানে কাঁটাতার পেরিয়ে বাংলাদেশে তরুণী

প্রেমের টানে বাড়ি ছেড়ে বেড়িয়ে পড়েছিলেন তরুণী। শুধু বাড়ি নয়, প্রেমিকের সঙ্গে পেতে দেশের সীমানাও অতিক্রম করে ফেলেন তিনি। কোনোমতে বিএসএফের নজরে ফাঁকি দিতে পারলেও, বিজিবির নজর এড়াতে পারেননি। বাংলাদেশের সীমান্ত রক্ষীবাহিনীর হাতে ধরা পড়ে যান একুশ বছরের ওই তরুণী। এখনও তিনি বাংলাদেশেই রয়েছেন। এদিকে, সমস্ত ঘটনা জানতে পেরে মেয়েকে ফিরে পেতে বিএসএফের ওপরই ভরসা রাখছেন ওই তরুণীর অভিভাবকরা।


বামনগোলা ব্লকের একটি গ্রামের বাসিন্দা ওই তরুণী। তাঁর বাবা ভিন রাজ্যে শ্রমিকের কাজ করেন। ওই তরুণী পাকুয়াহাট ডিগ্রি কলেজে দ্বিতীয় বর্ষের পড়াশোনা চলাকালীন কলেজ যাওয়া ছেড়ে দেন। ওই তরুণীর মা জানান, মঙ্গলবার মেয়েকে নিয়ে বামনগোলার একটি গ্রামে আত্মীয়ের বাড়িতে গিয়েছিলাম৷ সেখানে আমাদের কয়েকদিন দিন থাকার কথা ছিল৷ বুধবার দুপুরে মেয়ে একটু ঘুরে আসার কথা বলে বাইরে বেরোয়। সন্ধে হয়ে গেলেও মেয়ে বাড়ি না ফেরায় আমরা খোঁজখবর শুরু করি৷ পরে খোঁজ পাই, মেয়ে নাকি বাংলাদেশের আদাতলা ক্যাম্পের বিজিবি জওয়ানদের হাতে ধরা পড়েছে৷ এই গ্রাম থেকে ৬ কিলোমিটার দূরে ভারত-বাংলাদেশ সীমান্তের ছত্রহাটি ক্যাম্প রয়েছে। আমাদের অনুমান, হয়তো সেখান দিয়ে সাঁতরে মেয়ে বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল।


প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

ওই তরুণীর মা আরও জানান, কয়েক মাস ধরে মেয়ে বেশিরভাগ সময়ই সোশ্যাল মিডিয়ায় অ্যাকটিভ থাকত। আমরা অনুমান করেছিলাম, হয়তো মেয়ে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছে। কিন্তু সেই ছেলে বাংলাদেশী হতে পারে, তা ভাবতেও পারিনি। মেয়েকে ঘরে ফিরিয়ে আনতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে কথাবার্তা চলছে বলে খবর পেয়েছি।


সূত্রের খবর, বামনগোলা এলাকায় আন্তর্জাতিক সীমান্তের সমস্ত অংশে কাঁটাতারের বেড়া রয়েছে। তবে ওই ব্লকের পাশে দক্ষিণ দিনাজপুরের জেলার তপন ব্লকের পুনর্ভবা নদী এলাকার প্রায় ১ কিলোমিটার অসংরক্ষিত রয়েছে। ওই এলাকাতেই রয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ছত্রহাটি ক্যাম্প৷ গত বুধবার সন্ধেয় এই ক্যাম্পেরই উলটোদিকে বাংলাদেশের নগাঁও জেলার আদাতলা সীমান্তে বিজিবির হাতে ধরা পড়েছেন ওই ভারতীয় তরুণী৷


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page