বেহাল অবস্থায় অঙ্গনওয়াড়ি কেন্দ্র, চাঙর ভেঙে দুর্ঘটনার আশঙ্কা
- আমাদের মালদা ডিজিট্যাল
- Aug 5
- 1 min read
বেহাল অবস্থায় পড়ে রয়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, যে কোনও মুহূর্তে ছাদের চাঙর ভেঙে দুর্ঘটনা ঘটতে পারে। অবিলম্বে অঙ্গনওয়াড়ি কেন্দ্র স্থানান্তরের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে বিডিওকে ডেপুটেশন দিলেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি বামনগোলার চাঁদপুর এলাকার। এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
এক উপভোক্তা বন্দনা ওঁরাও বলেন, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আমরা রোজ খিচুরি নিতে আসি। মাঝেমধ্যেই ছাদ থেকে চাঙর খুলে পড়ছে। আমরা সেখানেই বাচ্চাদের নিয়ে বসি। কোনো সময় যদি চাঙর খসে বাচ্চাদের মাথার ওপর পড়ে, তখন সেই দায়িত্ব কে নেবে? প্রায় এক-দুই বছর ধরে এই সমস্যা চলছে। আমরা চাই এই ঘরের সংস্কার করা হয়, নয়তো অঙ্গনওয়াড়ি কেন্দ্র স্থানান্তর করা হোক। আমরা গ্রামবাসীরা একত্রিত হয়ে এনিয়ে বিডিওকে আবেদন জানিয়েছি।

অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী সীমা মণ্ডল বলেন, স্থানীয়রা যে অভিযোগ তুলেছেন তা সত্যি। দীর্ঘদিন ধরে আমি বিডিও অফিসে আবেদন জানাচ্ছি। বিষয়টি স্থানীয় পঞ্চায়েত প্রধানকেও জানানো হয়েছে। কিন্তু কোনও কাজ হচ্ছে না। যে কোনও সময় চাঙর খসে পড়ে বাচ্চাদের ক্ষতি হতে পারে।
এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির অভিযোগ, সারা রাজ্য জুড়ে তৃণমূলের দুর্নীতিতে সাধারণ মানুষ পরিসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। পালটা তৃণমূলের সাফাই, বিজেপি অভিযোগ ছাড়া কিছুই করতে পারে না। কিছু সমস্যার কারণে কাজ করা যায়নি। তবে দ্রুত ওই কাজ করা হবে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন