top of page

নির্মল সহায়কের বিরুদ্ধে টেন্ডার দুর্নীতির অভিযোগ

পঞ্চায়েতের নির্মল সহায়কের বিরুদ্ধে টেন্ডার দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ ঠিকাদারদের। দুর্নীতির তদন্তের দাবিতে জেলা ও ব্লক প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানাচ্ছেন ঠিকাদাররা। যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন নির্মল সহায়ক।


বামনগোলা ব্লকের মদনাবতি গ্রামপঞ্চায়েতের নির্মল সহায়কের দায়িত্বে রয়েছেন মিলন ঘোষ। ঠিকাদারদের অভিযোগ, পঞ্চায়েত বোর্ড গঠন হওয়ার পর অর্থের বিনিমনে গোপনে টেন্ডার প্রক্রিয়া সেরে ফেলেছেন নির্মল সহায়ক। এর আগেও তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল।

নির্মল সহায়ক মিলন ঘোষ জানান, কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সমস্ত কিছু করা হয়েছে। যা অভিযোগ তোলা হচ্ছে তা ভিত্তিহীন।



বামনগোলা ব্লকের বিডিও রাজু কুণ্ডু জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comentarios


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page