

আরও এক ভারতীয়কে ঘরে ফেরাতে উদ্যোগ সাংসদের
১৪ বছর আগে হঠাৎ নিখোঁজ হয়েছিলেন ২১ বছরের যুবক। দীর্ঘদিন খোঁজ করার পরও ছেলের খোঁজ না পেয়ে আশা ছেড়ে দিয়েছিলেন পরিবারের লোকজনও। অবশেষে মাস চারেক আগে বাংলাদেশের এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় তাঁর ছবি তুলে ধরেন। সেই ছবি নজরে আসে ওই যুবকের পরিবারের। সেই যুবককে ঘরে ফেরাতে উদ্যোগ নিয়েছেন দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের সাংসদ ইশা খান চৌধুরী।
2 days ago1 min read


নেতৃত্বের হুঁশিয়ারির পরেই মুখে লাগাম জেলা তৃণমূলের সভাপতির
বারবার বিরোধীদের উদ্দেশ্যে বেলাগাম মন্তব্য নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন দলের সর্বভারতীয় সম্পাদক। মালদা জেলা তৃণমূলের সভাপতি তথা মালতিপুরের এধরণের মন্তব্য ভোটারদের প্রভাবিত করছে বলে অনুমান করছেন ঘাসফুল শিবিরের রাজ্য নেতৃত্বও। নেতৃত্বদের নজরে নিজের ইমেজ বদল করতে মিজের মুখে লাগাম টানতে শুরু করেছেন আবদুর রহিম বক্সি। শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের গলায় অ্যাসিড ঢেলে কণ্ঠরোধ করার হুঁশিয়ারিও প্রত্যাহার করে নিয়েছেন তিনি।
Sep 221 min read


এলাকা দখলের লড়াইয়ে মধ্যরাতে রণক্ষেত্র চাঁচল
এলাকা দখলের লড়াইয়ে মধ্যরাতে রণক্ষেত্রের চেহারা নিল চাঁচল। দুই বিজেপি নেতার মধ্যে সংঘর্ষের ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। একজন পঞ্চায়েত সদস্য। অন্যজনের স্ত্রী পঞ্চায়েতের জনপ্রতিনিধি। সংঘর্ষে রক্তাক্ত হয়েছেন দুজনেই। তবে সোশ্যাল মিডিয়ায় ওই ছবিতে দেখা গিয়েছে এক যুব তৃণমূল নেতা বিজেপির এক নেতাকে পাথর হাতে মারতে উদ্যত। এখানেই প্রশ্ন উঠছে, বিজেপির দুই নেতার সংঘর্ষে তৃণমূল নেতা কি করছেন? যদিও ঘটনার পর থেকে ওই তৃণমূল নেতার দেখা পাওয়া যায়নি। এই ঘটনায় পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু কর
Aug 291 min read


সার্টিফিকেট ডিজিটাইজেশন নিয়ে ব্যবসার অভিযোগ খরবায়
এসআইআর নিয়ে বিতর্ক লেগেই রয়েছে। ইতিমধ্যে রাজ্য সরকার নির্দেশিকা জারি করেছে, হাতে লেখা শংসাপত্রকে ডিজিটাল করতে হবে। সরকারের তরফে এই কাজের জন্য পুরসভা ও পঞ্চায়েত দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। বিনামূল্যে এই পরিসেবা দেওয়ার কথা থাকলেও চাঁচল ১ নম্বর ব্লকের খরবা গ্রাম পঞ্চায়েতে এই কাজের জন্য মোটা টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। যদিও অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন পঞ্চায়েতের উপপ্রধান।
Aug 211 min read


বিয়ের দিন নিখোঁজ পাত্র, উদ্ধার পচাগলা দেহ
শুক্রবার বিয়ের কথা ছিল। সকাল থেকেই বাড়িতে বিয়ের প্রস্তুতি শুরু হয়েছিল। কিনে আনা হয়েছিল নানা খাদ্যসামগ্রীও। হঠাৎ সকলের নজরে আসে সকাল থেকে পাত্রের দেখা মিলছে না। এরপরেই খোঁজ শুরু হয় পাত্রের। চারিদিকে খোঁজখবর চালিয়েও কোনও খোঁজ না মেলায় পরিবারের তরফে মিসিং ডায়ারি করা হয়। কিন্তু তাতেও কাজ না হওয়ায় পাত্রের মোবাইলের কল লিস্ট খতিয়ে দেখেন পরিবারের লোকজন। সেখানে প্রমাণ মেলে পরকীয়ার। পরিবারের তরফে থানায় আরও একটি অভিযোগ দায়ের করা হয়। অবশেষে বুধবার বাড়ি থেকে ৫০০ মিটার দূরে বাঁশঝাড় থেকে
Jul 302 min read


দিল্লিতে বাংলাদেশি সন্দেহে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ
বাংলাদেশি সন্দেহে বাঙালি মহিলাকে হেনস্তার অভিযোগ দিল্লি পুলিশের বিরুদ্ধে। ওই মহিলার কন্যা সন্তানকে মাটিতে ছুঁড়ে ফেলার অভিযোগও উঠেছে। এই খবর ছড়িয়ে পড়তেই শোরগোল পড়েছে রাজ্য জুড়ে। এনিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরই মধ্যে ফের ওই পরিবারকে থানায় আটকে রাখার অভিযোগে চাঁচল থানায় অভিযোগ দায়ের করেছেন ওই পরিবারের আত্মীয়স্বজনরা।
Jul 282 min read


বিয়ের আসর বসার আগেই দুর্ঘটনায় মৃত্যু পাত্রের
বিয়ের আগেই পথ দুর্ঘটনায় মৃত্যু পাত্রের। শুক্রবার রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে চাঁচল থানার শিমুলতলা গ্রামে। ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে চাঁচল থানার পুলিশ।
Jul 191 min read