নেতৃত্বের হুঁশিয়ারির পরেই মুখে লাগাম জেলা তৃণমূলের সভাপতির
- আমাদের মালদা ডিজিট্যাল

- Sep 22, 2025
- 1 min read
বারবার বিরোধীদের উদ্দেশ্যে বেলাগাম মন্তব্য নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন দলের সর্বভারতীয় সম্পাদক। মালদা জেলা তৃণমূলের সভাপতি তথা মালতিপুরের এধরণের মন্তব্য ভোটারদের প্রভাবিত করছে বলে অনুমান করছেন ঘাসফুল শিবিরের রাজ্য নেতৃত্বও। নেতৃত্বদের নজরে নিজের ইমেজ বদল করতে মিজের মুখে লাগাম টানতে শুরু করেছেন আবদুর রহিম বক্সি। শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের গলায় অ্যাসিড ঢেলে কণ্ঠরোধ করার হুঁশিয়ারিও প্রত্যাহার করে নিয়েছেন তিনি।
বর্তমান সময়ের রাজনীতিতে বেলাগাম মন্তব্য করার জন্য যেসমস্ত রাজনীতিবিদ কুখ্যাত তাঁদের মধ্যে অন্যতম মালদা জেলা তৃণমূলের সভাপতি আবদুর রহিম বক্সি। দেশার প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীও তাঁর বেলাগাম মন্তব্য থেকে রেহাই পাননি। বিরোধীদের কখনও গাছে বেঁধে রাখা, কখনও চামড়া ছাড়িয়ে দেওয়ার নিদান দিতে শোনা গিয়েছে তাঁর গলায়৷ তবে রাজ্যে নেতৃত্বের হুঁশিয়ারির পর এখন নিজের মুখে লাগাম টানতে শুরু করেছেন মালতিপুরের বিধায়ক।

এপ্রসঙ্গে রহিম বক্সি বলেন, ওসব পুরোনো কথার পুনরাবৃত্তি করতে চাই না৷ যদি কোথাও এমন কিছু অপ্রয়োজনীয় কথা বলে থাকি, সে’কথা আমি বহুদিন আগেই প্রত্যাহার করে নিয়েছি৷ ২০১১ সাল থেকে পশ্চিমবঙ্গের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করছেন৷ ২০২৬ সালেও মানুষ তৃণমূলকে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে ক্ষমতায় নিয়ে আসবেন৷ মমতা বন্দ্যোপাধ্যায় আবারও মুখ্যমন্ত্রী হবেন৷
বিজেপির জেলা সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ি জানান, অবশেষে রহিম বক্সি বুঝতে পেরেছেন তাঁর গণ্ডি কতটুকু৷ যাই হোক, শেষে তাঁর শুভবুদ্ধির উদয় হয়েছে৷ তাঁর এই শুভবুদ্ধি বজায় থাকুক৷ এটাই আমরা চাই৷
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন













Comments