আরও এক ভারতীয়কে ঘরে ফেরাতে উদ্যোগ সাংসদের
- আমাদের মালদা ডিজিট্যাল
- 1 day ago
- 1 min read
১৪ বছর আগে হঠাৎ নিখোঁজ হয়েছিলেন ২১ বছরের যুবক। দীর্ঘদিন খোঁজ করার পরও ছেলের খোঁজ না পেয়ে আশা ছেড়ে দিয়েছিলেন পরিবারের লোকজনও। অবশেষে মাস চারেক আগে বাংলাদেশের এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় তাঁর ছবি তুলে ধরেন। সেই ছবি নজরে আসে ওই যুবকের পরিবারের। সেই যুবককে ঘরে ফেরাতে উদ্যোগ নিয়েছেন দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের সাংসদ ইশা খান চৌধুরী।
চাঁচলের ইসলামপুর গ্রামের বাসিন্দা নাজিমুল হক। তিনি মানসিক ভারসাম্যহীন। ১৪ বছর আগে নাজিমুল বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান৷ ছেলের খোঁজ পেতে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন পরিবারের লোকজনও। কিন্তু কোনোভাবেই নাজিমুলের খোঁজ পাওয়া যায়নি। মাস চারেক আগে হঠাৎ সোশাল মিডিয়ায় ছেলের ছবি দেখতে পান নাজিমুলের বাবা মারুফ আলি৷ এরপরেই ছেলেকে ফিরে পেতে ইশা খানের দ্বারস্থ হন মারুফ।
মারুফ আলি জানান, ছোট থেকেই নাজিমুল মানসিক ভারসাম্যহীন৷ আগেও একাধিক বার বাড়ি থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল নাজিমুল। ২০১১ সালেও নাজিমুল নিখোঁজ হয়ে যায়। কিন্তু এবার আর ছেলের খোঁজ পাওয়া যায়নি। মাস চারেক আগে আমার এক প্রতিবেশী হঠাৎ সোশাল মিডিয়ায় নাজিমুলের ছবি দেখতে পান৷ তিনি আমাদের ওই ছবি দেখান৷ চেহারায় পরিবর্তন এলেও ছেলেকে চিনতে পারি। সোশ্যাল মিডিয়ায় যে ছবিটি পোস্ট করেছিল আমরা তাঁর সঙ্গে যোগাযোগ করি। জানতে পারি, ছেলে বাংলাদেশের কুমিল্লায় রয়েছে। বিষয়টি প্রশাসনকে জানাই। কিন্তু ছেলেকে ঘরে ফেরাতে প্রশাসনের কোনও উদ্যোগ দেখতে পাচ্ছিলাম না। তাই সাংসদ ইশা খান চৌধুরীর সঙ্গে যোগাযোগ করি৷

ইশা খান জানান, নাজিমুলকে দেশে ফেরাতে আমি কেন্দ্রীয় বিদেশমন্ত্রীর কাছে লিখিত আবেদন জানিয়েছিলাম৷ নাজিমুল যে ভারতীয় তা নিশ্চিত করতে তাঁর সমস্ত নথিপত্র সংশ্লিষ্ট মন্ত্রকে পাঠানো হয়েছিল৷ তার রিপোর্ট ইতিমধ্যে চলে এসেছে৷ বিদেশমন্ত্রী আশ্বাস দিয়েছেন, তাঁকে দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে৷
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments