সুকান্তকে পালটা চ্যালেঞ্জ সাবিনার, সরব জেলা সভাপতিও
- আমাদের মালদা ডিজিট্যাল

- Oct 18
- 1 min read
গত সোমবার কলকাতায় দলীয় অনুষ্ঠানে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী কড়া ভাষায় মন্তব্য রেখেছিলেন। রাজ্যের সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিনকে উদ্দেশ্যে করে বলেছিলেন, “এসআইআর-এ যদি আপনার নাম ভারতীয়দের তালিকায় না থাকে তবে আপনাকেও বাংলাদেশে পাঠানো হবে৷ কেউ ঠেকাতে পারবে না৷”সুকান্তর এমন মন্তব্যের পালটা চ্যালেঞ্জ জানিয়েছেন সাবিনাও।
সাবিনা ইয়াসমিন বলেন, “হিম্মত থাকলে আমাকে বাংলাদেশে পাঠিয়ে দেখান৷ আমার নাগরিকত্ব কেড়ে দেখান৷ কোনও ভারতীয়র নাগরিকত্ব কেড়ে নেওয়ার অধিকার তাঁর কিংবা তাঁর দলের নেই৷ সবার আগে ওনারই নাগরিকত্ব যাচাই করা প্রয়োজন৷ তিনি একজন দায়িত্বশীল মন্ত্রী হয়ে যে মন্তব্য করছেন, তা মেনে এওয়া যায় না। আমরা এসআইআর-এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব৷ এসআইআর আমরা সমর্থন করি না৷ বিজেপি এখন গোটা রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছে৷ কলকাতায় সুকান্তবাবুর বক্তব্যই তার বড় প্রমাণ৷ আমি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ করতে চলেছি৷”

জেলা তৃণমূলের সভাপতি আবদুর রহিম বকসি জানান, “বিজেপি বিধানসভা নির্বাচনের আগে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে৷ ওরা রাজ্যে ৩৫৫ ধারা জারি করে ক্ষমতা দখল করতে চায়। নাগরাকাটায় খগেন মুর্মু ও শঙ্কর ঘোষের উপর হামলার ঘটনাতেই তার প্রমাণ মিলেছে৷ সেখানে তৃণমূলের কেউ তাঁদের উপর হামলা চালায়নি৷ হামলা চালিয়েছে বিজেপির কর্মীরাই৷ এখন বিভিন্ন জায়গায় ওই দলের নেতাদের লাঠিপেটা, ঝাঁটাপেটা করা হচ্ছে৷ সুকান্তর কপালেও একই ঘটনা লেখা রয়েছে৷”
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন













Comments