বিয়ের আসর বসার আগেই দুর্ঘটনায় মৃত্যু পাত্রের
- আমাদের মালদা ডিজিট্যাল
- Jul 19
- 1 min read
বিয়ের আগেই পথ দুর্ঘটনায় মৃত্যু পাত্রের। শুক্রবার রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে চাঁচল থানার শিমুলতলা গ্রামে। ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে চাঁচল থানার পুলিশ।
মৃত যুবকের নাম জাহিদুল ইসলাম (২৩)। বাড়ি শিমুলতলা গ্রামেই। জাহিদুল ভিনরাজ্যে শ্রমিকের কাজ করতেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই এলাকারই এক তরুণীর সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল জাহিদুলের৷ গতকাল রাতে বিয়ের অনুষ্ঠান ছিল৷ সন্ধে নাগাদ জাহিদুল মোটর বাইকে পেট্রোল ভরাতে যান৷ বাড়ি ফেরার সময় একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে মোটর বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান জাহিদুল। স্থানীয় লোকজন তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে মালতিপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান৷ কর্তব্যরত চিকিৎসকরা জাহিদুলকে মৃত ঘোষণা করেন৷

জাহিদুলের এক দাদা জাহিরুদ্দিন জানান, সন্ধে সাতটা নাগাদ ঘটনাটি ঘটে৷ জাহিদুল সামসী সংলগ্ন জিয়াগাছি পেট্রোল পাম্প থেকে মোটর বাইকে পেট্রোল ভরিয়ে বাড়ি ফিরছিল৷ কিছুক্ষণ পরেই তার বিয়ে হওয়ার কথা ছিল৷ ফেরার পথে গোবিন্দপুর ক্লাবের কাছে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে সে রাস্তার ধারে রাখা বাঁশের গাদায় পড়ে যায়৷ সেখান থেকে ছিটকে পড়ে ইটের স্তূপে৷ মাথা ফেটে ঘটনাস্থলেই মৃত্যু হয় জাহিদুলের।
স্থানীয় বাসিন্দা মাসরেকুল আলম জানান, হয়তো বিয়ের জন্য জাহিদুল বাড়ি ফিরতে তাড়াহুড়ো করছিল৷ রাস্তার ধারে থাকা ইটের স্তূপে ছিটকে পড়ে তার মৃত্যু হয়েছে৷ মাথায় হেলমেট না পরেই সে বাইক চালাচ্ছিল৷ মাথায় হেলমেট থাকলে হয়তো ও মারা যেত না৷
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments