top of page

মাঝির ছদ্মবেশে অপারেশন! আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক

ঝাড়খণ্ড থেকে আগ্নেয়াস্ত্র পাচারের খবর ছিল। পাচার রুখতে জাল পাতে মালদা জেলা পুলিশ। অবশেষে মাঝির ছদ্মবেশে একাধিক আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ ভিন রাজ্যের এক কারবারীকে গ্রেপ্তার করে মালদা জেলা পুলিশ। ধৃতকে আগামীকাল পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হবে।


পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি জানান, আমাদের কাছে খবর আসে ঝাড়খণ্ড থেকে নদীপথে কালিয়াচকে আগ্নেয়াস্ত্র পাচারের সম্ভাবনা রয়েছে। সেই তথ্যের ভিত্তিতে আমরা প্রস্তুতি নিই। চরবাবুপুর এলাকায় আমাদের পুলিশকর্মীরা মাঝির ছদ্মবেশে অভিযান চালায়। অভিযানে আমরা একজনকে ধরতে পেরেছি। ধৃত তরুণের নাম সাব্বির আলম (২১)। বাড়ি ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার রাধানগর থানার অন্তর্গত রজ্জাকটোলা এলাকায়। বাকি দু’জন নদীতে ঝাপ দিয়ে পালিয়ে যায়। সাব্বিরের হেপাজত থেকে ৫টি সাত মিলিমিটারের পিস্তল, পাঁচটি ম্যাগাজিন ও ২১ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার হয়েছে। ধৃতকে আগামীকাল পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হবে।


প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

পুলিশ সুপার আরও জানান, প্রাথমিক জেরায় ধৃত তরুণ বাকি দুই কারবারীর নাম জানিয়েছে। তবে তদন্তের স্বার্থে এখনই তাদের নাম সামনে আনা যাবে না। ওই দুই কারবারীর খোঁজে পুলিশি তল্লাশি জারি রয়েছে। ধৃতকে পুলিশ হেপাজতে নিয়ে, কোথা থেকে এই আগ্নেয়াস্ত্র আনা হয়েছিল, কোথায় তা নিয়ে যাওয়ার কথা ছিল সেই সমস্ত তথ্য জানা যাবে। গত একমাসে জেলা জুড়ে ৩৬টি আগ্নেয়াস্ত্র ও ৭৪ রাউন্ড তাজা কার্তুজ সহ মোট ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

 

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page