top of page

লকডাউন লগ্নে বিয়ে, প্রীতিভোজের টাকায় দুঃস্থদের ত্রাণ বিলি

লকডাউনের মধ্যেই বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন পুরাতন মালদার যুবক-যুবতি৷ নজিরবিহীন দৃষ্টান্ত রাখলেন তাঁরা। পরিবার পরিজনদের আমন্ত্রণ করিয়ে খাওয়ানোর বদলে দুঃস্থদের মধ্যে ত্রাণ সামগ্রী বিলি করলেন নব দম্পতি৷


Anima Durlav donate relief to needy families after marriage

পুরাতন মালদার সাহাপুরের ছাতিয়ান মোড়ে বসবাস অনিমা মণ্ডলের৷ লকডাউনের প্রথম দিকে তাঁর বিয়ে ঠিক হয়েছিল বামনগোলার পাকুয়ার দুর্লভ দাসের সঙ্গে৷ কিন্তু লকডাউন জারি থাকায় বিয়ে হয়ে ওঠেনি৷ অবশেষে গতকাল রাতে মুখে মাস্ক পরেই বিয়ের পিড়িতে বসেন অনিমা-দুর্লভ৷ গুটিকয়েক লোকজন নিয়েই শেষ হয় বিয়ের পর্ব৷ বিয়েতে আমন্ত্রণ জানানো হয়নি আত্মীয়-পরিজনদের৷ পরিবর্তে স্থানীয় দুঃস্থদের ত্রাণ সামগ্রী বিলি করেন নব দম্পতি৷



Anima Durlav donate relief to needy families

অনিমা মণ্ডল বলেন, নির্ধারিত তারিখে আমরা ভেবেছিলাম লকডাউন উঠে যাবে। কিন্তু এখনও বহাল রয়েছে। তাই দুপক্ষের সম্মতিতে গতকাল রাতে বিয়ের অনুষ্ঠান করে নেওয়া হয়৷ বিয়েতে কাউকে আমন্ত্রণ জানানো হয়নি৷ যেহেতু অনুষ্ঠান হচ্ছে না তাই আমরা সিদ্ধান্ত নিই, দুঃস্থদের ত্রাণ হিসেবে খাদ্যসামগ্রী বিলি করার৷ সেই সিদ্ধান্ত অনুযায়ী চাল, ডাল, আলু, সয়াবিন ও সাবান দুঃস্থদের মধ্যে বিলি করেছি৷




টপিকঃ #Lockdown

Comentarios


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page