অবশেষে রেললাইনের ধার থেকে উদ্ধার নিখোঁজ শ্রমিকের দেহ
- আমাদের মালদা ডিজিট্যাল

- 1 day ago
- 2 min read
আট দিন নিখোঁজ থাকার পর অবশেষে চেন্নাইয়ের পার্শ্ববর্তী স্টেশন সংলগ্ন রেল লাইনের ধার থেকে উদ্ধার হল মালদার শ্রমিকের ক্ষতবিক্ষত দেহ। পরিবারের অভিযোগ, ওই শ্রমিককে খুন করা হয়েছে। আসন্ন নির্বাচনের আগে এই ঘটনাকে কেন্দ্র করে ফের শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
মৃত শ্রমিকের নাম আলমগীর আলম (২৯)৷ বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার মশালদহ বাজার এলাকায়৷ পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় দেড় মাস আগে চেন্নাইয়ে নির্মাণ শ্রমিকের কাজ করতে গিয়েছিলেন আলমগীর। কিছুদিন আগে হায়দরাবাদে ভালো কাজের সন্ধান পান তিনি। কাজের খোঁজ পেয়ে ৯ দিন আগে হায়দরাবাদের উদ্দেশ্যে রওয়ানা দেন তিনি। ট্রেনের ওঠার সময় স্ত্রীর সঙ্গে ফোনে কথাও বলেছিলেন আলমগীর। কিন্তু তারপর থেকে আর খোঁজ মেলেনি তাঁর। অবশেষে আরপিএফ-এর মাধ্যমে পরিবারের সদস্যরা জানতে পারেন, রেল লাইনের ধার থেকে আলমগীরের মৃতদেহ উদ্ধার হয়েছে।
আলমগীরের স্ত্রী হাবানুর খাতুন জানান, স্বামী চেন্নাইয়ে কাজ করছিন। নতুন কাজের সন্ধান পেয়ে সেখানে ঠিকাদারের কাছ থেকে পেমেন্ট নিয়ে হায়দরাবাদে কাজ করতে যাচ্ছিল৷ ট্রেনে ওঠার আগে ফোনে কথা হয়েছিল। ট্রেন ছাড়ার পর ফোন করার কথা ছিল। কিন্তু আর ফোন আসেনি। আটদিন ধরে স্বামীর কোনও খোঁজ পাইনি। আমরা ওই এলাকার থানাতেও বিষয়টি জানায়। কিন্তু কোনও পুজোর জন্য ওখানে ছুটি চলছিল৷ অবশেষে রেল লাইনের ধার থেকে স্বামীর দেহ উদ্ধার হয়েছে৷

ঘটনাপ্রসঙ্গে বিজেপির উত্তর মালদা সাংগঠনিক জেলার সম্পাদক রূপেশ আগরওয়াল জানান, রাজ্যে কোনও কাজ নেই। দিনের পর দিন বেকারত্ব বেড়ে চলেছে। বাধ্য হয়ে যুবক-যুবতিরা ভিন রাজ্যে কাজে যাচ্ছেন। বিজেপি শাসিত রাজ্যগুলিতে কাজ পাচ্ছেন তাঁরা। এটা খুনের ঘটনা কিনা সেটা তদন্তে সামনে আসবে। তবে এরাজ্যে কাজ থাকলে কাউকে আর ভিনরাজ্যে কাজ করতে যেতে হত না।
স্থানীয় তৃণমূল নেতা সাহেব দাসের দাবি, ১০০ দিনের কাজ চালু থাকলে এই শ্রমিকরা ভিনরাজ্যে যেত না৷ বিজেপি সরকারের ১০০ দিনের কাজ বন্ধ করার কারণেই শ্রমিকদের ভিনরাজ্যে যেতে হচ্ছে। এই বিজেপির ওপর মানুষ ক্ষিপ্ত। আগামী নির্বাচনে মানুষ তা বুঝিয়ে দেবে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন













Comments