বিশ্ব বাংলা লোগো সরানো নিয়ে কোন্দল তৃণমূলে
- আমাদের মালদা ডিজিট্যাল

- 13 minutes ago
- 1 min read
বিশ্ব বাংলার লোগো সরানো নিয়ে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল। বিষয়টি নিয়ে পুরাতন মালদার পুরবোর্ডের বিরুদ্ধে সরব হয়েছেন দলীয় কাউন্সিলরই। এই ঘটনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনার কথাও জানিয়েছেন ওই কাউন্সিলর।
পুরাতন মালদার মঙ্গলবাড়ি চৌরঙ্গি মোড় এলাকায় এতদিন একটি বিশ্ব বাংলার লোগো বসানো ছিল। নতুন পুর বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী গত ২৩ জানুয়ারি সেই লোগো সরিয়ে সেখানে নেতাজির মূর্তি প্রতিষ্ঠা করা হয়। বিশ্ব বাংলা লোগোটি ওই এলাকারই একটি পানের দোকানের পাশে রাখা হয়েছে। এনিয়ে শুরু করেছে কোন্দল।
তৃণমূলি কাউন্সিলর বশিষ্ঠ ত্রিবেদী জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্ব বাংলা লোগো গোটা দেশে তাঁর একটি পরিচয়৷ পুরসভার প্রশাসক থাকাকালীন আমিই এই লোগোটি চৌরঙ্গি মোড়ে বসিয়েছিলাম৷ পরবর্তীতে অনেক পুরসভা এলাকাতেও এই লোগো স্থাপন করা হয়৷ চৌরঙ্গি মোড়ে নেতাজির মূর্তি বসানো হয়েছে, ভালো কাজ। কিন্তু বিশ্ব বাংলার লোগো সরিয়ে যেভাবে পানের দোকানের পাশে ফেলে রাখা হয়েছে সেটা নিয়ে আমার আপত্তি রয়েছে৷ ওই লোগো এভাবে ফেলে না রেখে অন্য কোথাও বসিয়ে দেওয়া যেত৷ কে এই কাজ করেছে আমি জানি না৷ বিষয়টি আমি দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব৷

এনিয়ে পুরাতন মালদার পুরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ জানান, বিশ্ব বাংলা লোগো যখন আবার বসানো হবে অনেকের ভুল ধারণা দূর হবে৷ পুরসভার চেয়ারম্যান থাকাকালীন আমিই নেতাজির মূর্তিটি প্রতিষ্ঠা করেছিলাম৷ মূর্তিটি এতদিন এক পাশে ছিল৷ এবার মূর্তিটিকে মোড়ের কেন্দ্রস্থলে নিয়ে আসা হয়েছে৷ নাগরিকরাও এই সিদ্ধান্তকে সমর্থন করেছেন৷ আশা করছি, দ্রুত বিশ্ব বাংলা লোগোটিও সম্মানের সঙ্গে যথাস্থানে বসানো হবে৷
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন













Comments