Search
পণের বলি! সন্তান কোলে ট্রেনের সামনে ঝাঁপ দিল মা
- আমাদের মালদা ডিজিট্যাল
- Apr 24, 2020
- 1 min read
Updated: Aug 11, 2020
পুত্রসন্তানকে নিয়ে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করল মা। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজারের যদুপুর এলাকায়। মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে যদুপুর এলাকায়।
মৃত গৃহবধূর নাম লিজা খাতুন (১৮)। পরিবারসূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে যদুপুরের ইসলামপুর গ্রামের বাসিন্দা নাসির শেখের সঙ্গে বিয়ে হয় লিজা খাতুনের। অভিযোগ, বিয়ের পর থেকেই বিভিন্ন কারণে লিজার ওপর অত্যাচার করত শ্বশুরবাড়ির লোকজন।
[ আগের খবরঃ পুকুরে ভাসল দুই বোনের মৃতদেহ, খুনের অভিযোগ বাবার ]
মৃতার মা লাইলি বিবি বলেন, লকডাউনে তাঁর মেয়েকে বাবার বাড়ি থেকে ১ লক্ষ টাকা নিয়ে আসার জন্য চাপ দিতে থাকে নাসির। এই নিয়ে প্রতিদিনই তাঁর মেয়ের সঙ্গে নাসির ঝামেলা লেগে থাকত। সেই অত্যাচার সহ্য করতে না পেরে আজ সকালে তাঁর মেয়ে ছেলেকে নিয়ে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দেয়।
ঘটনাস্থলেই মৃত্যু হয় মেয়ে ও নাতির। খবর পেয়ে পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠায়। ঘটনার পর থেকেই নাসির ও তার পরিবারের লোকজন পলাতক।
Comments