top of page

পণের বলি! সন্তান কোলে ট্রেনের সামনে ঝাঁপ দিল মা

Updated: Aug 11, 2020

পুত্রসন্তানকে নিয়ে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করল মা। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজারের যদুপুর এলাকায়। মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে যদুপুর এলাকায়।


woman-jumps-with-son-in-front-of-train
পুত্রসন্তান কোলে ট্রেনের সামনে মারণঝাঁপ মায়ের

মৃত গৃহবধূর নাম লিজা খাতুন (১৮)। পরিবারসূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে যদুপুরের ইসলামপুর গ্রামের বাসিন্দা নাসির শেখের সঙ্গে বিয়ে হয় লিজা খাতুনের। অভিযোগ, বিয়ের পর থেকেই বিভিন্ন কারণে লিজার ওপর অত্যাচার করত শ্বশুরবাড়ির লোকজন।



মৃতার মা লাইলি বিবি বলেন, লকডাউনে তাঁর মেয়েকে বাবার বাড়ি থেকে ১ লক্ষ টাকা নিয়ে আসার জন্য চাপ দিতে থাকে নাসির। এই নিয়ে প্রতিদিনই তাঁর মেয়ের সঙ্গে নাসির ঝামেলা লেগে থাকত। সেই অত্যাচার সহ্য করতে না পেরে আজ সকালে তাঁর মেয়ে ছেলেকে নিয়ে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দেয়।

ঘটনাস্থলেই মৃত্যু হয় মেয়ে ও নাতির। খবর পেয়ে পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠায়। ঘটনার পর থেকেই নাসির ও তার পরিবারের লোকজন পলাতক।



Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page