top of page

সীমান্ত পাড়ের ছক বানচাল, বস্তা ভরতি গাঁজা সহ গ্রেফতার দুই

১৩ কিলো গাঁজা সহ দুই পাচারকারীকে গ্রেফতার করল কালিয়াচক থানার পুলিশ৷ গতকাল রাতে কালিয়াচকের রামনগর এলাকা থেকে ওই দুই পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের আজ পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।



গোপনসূত্রে খবর পেয়ে গতকাল রাতে রামনগর এলাকায় হানা দেয় কালিয়াচক থানার পুলিশ। স্থানীয় যুবক সিন্টু মণ্ডলের (২০) বাড়িতে তল্লাশি চালিয়ে ১৩ কিলো গাঁজা বাজেয়াপ্ত করা হয়৷ গ্রেফতার করা হয় সিন্টু ও তার এক সহযোগী বিকাশ মণ্ডলকে (৪৪)৷


কালিয়াচক থানার পুলিশ জানিয়েছে, বিকাশের বাড়ি গাজোলের মহাদেবপুর গ্রামে৷ জেরায় তারা স্বীকার করে, বাংলাদেশ পাচারের জন্য তারা ওই গাঁজা মজুত করেছিল৷ ধৃতদের বিরুদ্ধে মাদক বিরোধী (এনডিপিএস) আইনে মামলা রুজু করা হয়েছে৷ ধৃতদের আজ পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।




টপিকঃ #মাদক

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page