মাটির নীচে বেআইনি অস্ত্র কারখানার খোঁজ
top of page

মাটির নীচে বেআইনি অস্ত্র কারখানার খোঁজ

কালিয়াচকে হদিশ মিলেছে মাটির নীচে অস্ত্র কারখানার৷ বৃহস্পতিবার রাতে গোপনসূত্রে খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ কারারি চাঁদপুরের পাটুয়াটুলি গ্রামে হানা দেয়। সেখানে উদ্ধার হয় অস্ত্র তৈরির নানান সরঞ্জাম।



গত বৃহস্পতিবার রাতে গোপনসূত্রে খবর পেয়ে পুলিশ কারারি চাঁদপুরের পাটুয়াটুলি গ্রামের বাসিন্দা হুমায়ুন শেখের বাড়িতে হানা দেয়৷ অনেকক্ষণ তল্লাশি চালানোর পর পুলিশের নজরে পরে মাটির নিচে যাওয়ার একটি রাস্তা। বাড়ির নীচে আস্ত একটি ঘর বানিয়েছিল হুমায়ুন। মাটির নীচের গোপনঘর থেকে উদ্ধার হয় একটি অত্যাধুনিক পাইপ গান ও পাইপ গানের ব্যারেল। এছাড়াও দেশি ম্যাগজিন, ১৩টি ব্যারেল হোল্ডার, আটটি হ্যাকস ব্লেড, ছয়টি বিভিন্ন প্রকারের ফাইল, কাটার, হাতুড়ি, ড্রিল বিট, মেটাল শিট ও ছেনি উদ্ধার করে পুলিশ। গ্রেফতার করা হয় হুমায়ুনকে৷


ধৃত ব্যক্তিকে পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে৷ পাশাপাশি এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে কালিয়াচক থানার পুলিশ৷




টপিকঃ #অস্ত্রকারখানা #অস্ত্রউদ্ধার

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page