লকডাউনে জামাইষষ্ঠী, 'লক আপ'-এ জামাই
বৃহস্পতিবার ছিল জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠী অর্থাৎ প্রথা মতো জামাইষষ্ঠী। এদিকে মারণ ভাইরাস করোনা সতর্কতায় দেশ জুড়ে চলছে লকডাউন। কিন্তু শ্যালকের আমন্ত্রণ তো আর ফেলা যায় না, শ্বশুরবাড়িতে জামাইষষ্ঠীর দিন সশরীরে হাজির হয়েছিলেন জামাই৷ শুক্রবার শ্যালকের করোনা টেস্টের রিপোর্ট ‘পজিটিভ’ খবর আসে। সাথে সাথে পুরো বাড়িটিকে সিল করে দেয় পুলিশ৷ এখন আগামী ১৪ দিন শ্বশুরবাড়িতেই ‘লকআপে’ থাকতে হবে জামাইকেও৷
শুক্রবার সকালে চাঁচল-১ ব্লকের মতিহারপুর গ্রামপঞ্চায়েতের এক পরিযায়ী শ্রমিকের লালারসের নমুনায় করোনাভাইরাসের হদিস পাওয়া গেছে। এই খবর চাউর হতেই আতঙ্ক সৃষ্টি হয় গোটা চাঁচল এলাকায়। একদিন আগেই সেই বাড়িতে জামাইষষ্ঠী করতে এসেছিলেন মেয়ে-জামাই৷ শনিবার দম্পতির বাড়ি ফিরে যাওয়ার কথা ছিল৷ কিন্তু তার আগেই শ্বশুরবাড়িতে শ্যালকের লালারসের নমুনায় করোনার হদিশ মিলতেই প্রশাসন সাথে সাথে সিল করে দেয় পুরো বাড়ি৷ বিপাকে পড়ে গোটা পরিবার। আগামী ১৪ দিন বাড়ি থেকে কেউ আর বেরোতে পারবেন না৷ আগামীকাল বাড়ির সমস্ত সদস্যদের করোনা পরীক্ষা করা হবে৷ করোনায় আক্রান্ত ব্যক্তিকে এদিন চিকিৎসার জন্য হরিশ্চন্দ্রপুরে নিয়ে যাওয়া হয়েছে ৷
[ আরও খবরঃ দরজার তালা ভেঙে বাসন্তী ও শনি মন্দির থেকে চুরি গেল প্রণামি বাক্স ]
পরিবারের সদস্যরা জানালেন, গত ২০ মে হায়দ্রাবাদ থেকে সহকর্মীদের সঙ্গে লরি ভাড়া করে বাড়ি ফিরেছিলেন ওই শ্রমিক৷ গৌড়কন্যা বাস টার্মিনাসে তাঁদের লালারসের নমুনা সংগ্রহ করা হয়েছিল৷ সাতদিন কোয়রান্টিনে থাকার পর বাড়ি ফিরে আসেন যুবক৷ বাড়ি ফিরে জামাইষষ্ঠীতে বোন-জামাইকে আমন্ত্রণ জানান৷ একদিন পরেই করোনার পরীক্ষায় পজিটিভ রেজাল্ট আসে ওই পরিযায়ীর৷
টপিকঃ #জামাইষষ্ঠী
430 views