২৫৬ গ্রাম ব্রাউন শুগার সহ গ্রেফতার দুই
২৫৬ গ্রাম ব্রাউন শুগার সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করল কালিয়াচক থানার পুলিশ। ধৃতদের নাম রাজীব আক্তার ও সাজিব আক্তার। ধৃতদের বাড়ি কালিয়াচকের গয়েশবাড়িতে।
কালিয়াচক থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে ডাঙা এলাকায় হানা দিয়ে ওই দুই ব্যক্তির হেপাজত থেকে ২৫৬ গ্রাম ব্রাউন শুগার উদ্ধার করে পুলিশ। ধৃতদের হেপাজত থেকে একটি মোটরবাইক ও একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃতদের আজ পুলিশি হেপাজতের আবেদনে জেলা আদালতে পেশ করা হয়েছে।
[ আরও খবরঃ করোনায় কড়িতে টান, পুজোয় তাল কেটেছে মজলিশের ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments