১০ কেজি কচ্ছপের চর্বি উদ্ধার, বানচাল পাচারের ছক
top of page

১০ কেজি কচ্ছপের চর্বি উদ্ধার, বানচাল পাচারের ছক

১০ কেজি কচ্ছপের চর্বি সহ দুই ব্যক্তি ও এক মহিলাকে গ্রেফতার করল কালিয়াচক থানার পুলিশ। শুক্রবার দুপুরে মোজমপুরের গোলাপগঞ্জ রোড থেকে ওই তিনজনকে গ্রেফতার করা হয়।


tortoise fat seized in Malda

ধৃতদের আজ জেলা আদালতে পেশ করা হয়েছে। ধৃতদের নাম মোহম্মদ মতিউর রহমান (৪৬), বাবুয়া কুমার (৪৩) ও কিরণ (৪০)। মতিউর মালদা জেলার কালিয়াচকের বাসিন্দা। বাবুয়া ও কিরণের বাড়ি উত্তরপ্রদেশের সুলতানপুর জেলার কোতওয়ালিতে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, ধৃতরা উদ্ধার হওয়া কচ্ছপের চর্বি উত্তরপ্রদেশ থেকে কালিয়াচক হয়ে বাংলাদেশে পাচারের ছক কষেছিল। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page