চকলেটের লোভ দেখিয়ে যৌন নির্যাতনে ২০ বছরের সাজা
- আমাদের মালদা ডিজিট্যাল

- 33 minutes ago
- 1 min read
চকলেটের লোভ দেখিয়ে নাবালিকাদের ডেকে নিয়ে গিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছিল এক দোকানদারের বিরুদ্ধে। ১২ জনের সাক্ষীর ভিত্তিতে অভিযুক্ত দোকানদারকে দোষী সাব্যস্ত করল মালদা জেলা আদালত। দোষীর ২০ বছরের কারাদণ্ড এবং ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ের আরও দুই বছরের কারাদন্ডের নির্দেশ দিলেন পকসো কোর্টের বিচারক রাজীব সাহা।
পুলিশ ও আদালত সূত্রে জানা গিয়েছে, ২০২২ সালের ১ এপ্রিল হবিবপুর থানায় রবি কর্মকারের (৫০) বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে তদন্ত শুরু করে। ১২ জন সাক্ষীর ভিত্তিতে বিচারক রাজীব সাহা রবি কর্মকারের সাজা ঘোষণা করেন।

আইনজীবী অসিতবরণ বোস জানান, “১২ জনের সাক্ষীর ভিত্তিতে দোষীকে ২০ বছরের কারাদণ্ড এবং ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ের আরও ২ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক রাজীব সাহা।”
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন













Comments