একরাতে পাশাপাশি দু’টি মন্দিরে চুরি
চাঁচলের পাহাড়পুর এলাকায় রাতের অন্ধকারে তালা ভেঙে পাশাপাশি দুটি মন্দিরের চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার দিন সকালে মন্দিরের পুরোহিত পুজো করতে এসে দেখেন মন্দিরের দরজা তালা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। চাঁচলের পাহাড়পুর কালীতলা মোড়ে রয়েছে একটি কালী মন্দির ও একটি শিব মন্দির। স্থানীয় লোকজন ও পুরোহিত মন্দিরের ভিতরে ঢুকে দেখেন সব মিলিয়ে প্রায় কুঁড়ি হাজার টাকার মতো জিনিসপত্র খোয়া গিয়েছে। মন্দির কর্তৃপক্ষের তরফে এই চুরির ঘটনায় থানায় অভিযোগ জানান হয়েছে।
পুজোর বাসনপত্র, মন্দিরের উপর ঝুলানো একটি বড়ো ঘণ্টা ও দানবাক্স ভেঙে সমস্ত টাকা-পয়সা চুরি হয়ে হয়েছে, জানালেন এলাকাবাসীরা। একসাথে দুই মন্দিরে চুরির ঘটনা ঘটায় রীতিমত আতঙ্কে রয়েছে চাঁচলের পাহাড়পুর কালীতলা এলাকার বাসিন্দারা। শুধু তাই নয়, চুরির ঘটনার দু'দিন আগেও ওই এলাকা থেকে এক টোটোচালকের গাড়ির ব্যাটারি চুরি হয়েছে। স্থানীয়রা কড়া পুলিশি পাহারার দাবী জানিয়েছেন এলাকায়।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments