top of page

টোটো বিস্ফোরণে ঘটনাস্থলে আজ তদন্তে ফরেনসিক দল

অবশেষে টোটো বিস্ফোরণের ঘটনায় চারদিন পর ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করল ফরেনসিক দল৷ কলকাতা থেকে আগত দু’জনের ফরেনসিক দল প্রায় দু’ঘণ্টা ঘটনাস্থলে পরীক্ষা চালান। রিপোর্ট পেলেই বিস্ফোরণের কারণ জানা যাবে বলে জানান পুলিশসুপার।


The forensic team is investigating the Malda Toto blast
ফরেনসিক দল প্রায় দু’ঘণ্টা ঘটনাস্থলে পরীক্ষা চালান

উল্লেখ্য, গত বুধবার বিকেলে মালদা শহরের ঘোড়াপীড় সংলগ্ন এলাকায় টোটো বিস্ফোরণ হয়৷ চালকের শরীরের বিভিন্ন অংশ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে৷ ঘটনাস্থলে তদন্তে আসেন খোদ পুলিশসুপার অলোক রাজোরিয়া সহ অন্যান্য পুলিশ কর্তারা৷ প্রাথমিক তদন্তের পর পুলিশসুপার জানান, টোটোর ব্যাটারি বিস্ফোরণের কারণেই এমন ঘটনা ঘটেছে৷ তবে তা মানতে চাননি স্থানীয়দের পাশাপাশি উত্তর মালদার সাংসদও। ঘটনাস্থল পরিদর্শন করে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির (এনআইএ) তদন্ত দাবি করেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু৷ তদন্তে নেমে পুলিশ জানতে পারে মৃত চালকের নাম ইলিয়াস শেখ৷ তাঁর বাড়ি কালিয়াচকের সুজাপুরে৷ আজ সকালে দু’জনের একটি ফরেনসিক দল ঘটনাস্থলে পরিদর্শন করে বেশ কিছু নমুনা সংগ্রহ করে নিয়ে যায়।


 

আগের খবরঃ

 



পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানান, ফরেন্সিক দল ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে৷ সমস্ত তথ্যের সঙ্গে ফরেন্সিক রিপোর্ট ও ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে৷ তবে মৃত চালকের কোনও ক্রিমিনাল রেকর্ড নেই৷

টপিকঃ #টোটোবিস্ফোরণ

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page